এবার ব্যাঙ্ক বেসরকারীকরণ নিয়ে আন্দোলনের হুমকি টিকায়েতের

বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধিকাংশ শেয়ার সরকার বিক্রি করতে চায়।

Must read

প্রতিবেদন : সংসদে ব্যাঙ্ক আইন সংশোধনী বিল পেশ হলে বিরোধিতা করবে কৃষক সংগঠনগুলি। এই বিল যদি সরকার সংখ্যার জোরে পাশ করিয়ে নেয়, তবে তার বিরুদ্ধে ফের পথে নেমে আন্দোলন হবে। হুঁশিয়ারি দিলেন কৃষকনেতা রাকেশ টিকায়েত। রবিবার এই কৃষকনেতা স্পষ্ট জানিয়েছেন, ব্যাঙ্ক বেসরকারীকরণের প্রতিবাদে তাঁরা গোটা দেশজুড়ে আন্দোলন করবেন।

আরও পড়ুন-আমন্ত্রিত সৌরভরা

উল্লেখ্য, সংসদের চলতি শীতকালীন অধিবেশনে ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল ২০২১ পেশ হওয়ার কথা। আর্থিক বিশেষজ্ঞরা বলেছেন, এই আইন পাশ হয়ে গেলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারীকরণের ক্ষেত্রে সব বাধা কেটে যাবে। বিশেষজ্ঞদের এই মন্তব্য সামনে আসার পরই সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কৃষকনেতা টিকায়েত।

আরও পড়ুন-রোহিতের নেতৃত্বের প্রশংসা শচীনের

রবিবার সকালে রাকেশ ট্যুইট করে জানিয়েছেন, ৬ সেপ্টেম্বর সোমবার সংসদে ব্যাঙ্ক বেসরকারীকরণ সংশোধনী বিল পেশ করা হবে। এই বিল পাশ হয়ে গেলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বেসরকারীকরণের বিষয়টি অনেকটাই চূড়ান্ত হয়ে যাবে। কিন্তু সরকারের এই প্রচেষ্টা আটকাতে কৃষি আইনের মতো ফের তাঁরা ব্যাঙ্ক বেসরকারীকরণের প্রতিবাদে দেশজুড়ে আন্দোলন করবেন। উল্লেখ্য, চলতি বছরের বাজেট প্রস্তাব পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দেশের বেশ কয়েকটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বেসরকারীকরণের প্রস্তাব দিয়েছিলেন। এই প্রস্তাবের আওতায় ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কের মতো চারটি মাঝারি আকারের ব্যাঙ্ক বেসরকারীকরণের কথা বলা হয়েছিল।

আরও পড়ুন-আজাজকে বার্তা স্যার হ্যাডলির

বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অধিকাংশ শেয়ার সরকার বিক্রি করতে চায়। সোমবার সংসদে বিল পেশ হওয়ার পর তা যদি অনুমোদিত হয়ে যায় তবে এই দুটি ব্যাঙ্কের বেসরকারীকরণ প্রক্রিয়া ত্বরান্বিত হবে। কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরুদ্ধে ইতিমধ্যেই ১৬ ও ১৭ ডিসেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন। এবার কৃষকনেতা টিকায়েত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ০বেসরকারীকরণের সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের হুমকি দিলেন। জানালেন, জনস্বার্থে এই সিদ্ধান্তের প্রতিবাদ করবে কৃষক সংগঠন।

Latest article