গলছে হিমবাহ, এভারেস্টের বেসক্যাম্প সরানোর ভাবনা

নেপাল সরকারের পদস্থ আধিকারিক ও বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে একটি বৈঠক করেছেন। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।

Must read

প্রতিবেদন : গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের কারণে মেরু অঞ্চলে দ্রুত গলছে বরফ। উষ্ণায়নের হাত থেকে রক্ষা পায়নি হিমালয় পর্বতমালাও। সেখানেও এত দ্রুত বরফ গলছে যে এভারেস্টের বেসক্যাম্প সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবছে নেপাল সরকার। সে দেশের এক উচ্চপদস্থ সরকারি আধিকারিক জানিয়েছেন, খুম্বু হিমবাহের উপর অবস্থিত এভারেস্টের বেস ক্যাম্প সরিয়ে নেওয়া হবে। ২০২৪ সাল নাগাদ এই ক্যাম্প সরিয়ে নেওয়া হবে।

আরও পড়ুন-আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিলে স্বাক্ষর করলেন বাইডেন

সাম্প্রতিক এক সমীক্ষা রিপোর্ট থেকে জানা গিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে এভারেস্ট পর্বতশৃঙ্গের সর্বোচ্চ হিমবাহটি দ্রুত গলে যাচ্ছে। বিগত ২৫ বছরে এভারেস্টের সাউথ কোল হিমবাহের পুরুত্ব ১৮০ ফুট কমেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২৫৯৩৮ ফুট উপরে এই হিমবাহটির অবস্থান। খুম্বু হিমবাহের উপর ৫৩৬৪ মিটার উচ্চতায় রয়েছে এভারেস্টের বর্তমান বেসক্যাম্প। পর্বতারোহণের মরশুমে এখানে প্রায় দেড় হাজার পর্বতারোহী আসেন। তাঁদের সঙ্গে থাকেন বেশকিছু শেরপা। কিন্তু বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের কারণে হিমবাহ গলে যাওয়ায় তা ক্রমশ পাতলা হয়ে যাচ্ছে। সে কারণেই এভারেস্টের বেসক্যাম্প সরানোর ভাবনা।

আরও পড়ুন-সন্ন্যাসীর কেলেঙ্কারি

নেপাল সরকারের পদস্থ আধিকারিক ও বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে একটি বৈঠক করেছেন। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি। বেসক্যাম্পের জন্য নতুন কোনও জায়গাও চিহ্নিত করা হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারিতে নেপালের পর্বত বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, এভারেস্টের শীর্ষে থাকা সর্বোচ্চ হিমবাহটি যেভাবে গলছে তাতে এই শতাব্দীর মাঝামাঝি নাগাদ ওই হিমবাহ সম্পূর্ণ মিলিয়ে যেতে পারে।

Latest article