রাজ্য সরকারের উদ্যোগে পুজোর আগেই সেজে উঠছে ভুটান সীমান্তের গৈরিগাঁও, প্রত্যন্ত পাহাড়ি গ্রাম পর্যটন মানচিত্রে

মেঘ-রোদ যেখানে খেলা করে। সবুজ ঘেরা প্রান্তরে হারিয়ে যায় মন। প্রকৃতির রূপের রহস্য যে গ্রামের প্রতি কোনায় তারই নাম গৈরিগাঁও।

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: মেঘ-রোদ যেখানে খেলা করে। সবুজ ঘেরা প্রান্তরে হারিয়ে যায় মন। প্রকৃতির রূপের রহস্য যে গ্রামের প্রতি কোনায় তারই নাম গৈরিগাঁও। ভুটান সীমান্তের একটি পাহাড়ের উপর ছোট্ট একটি গ্রাম। অন্ধকার নেমে এলে যেখানে জোনাকির মতো জ্বলে ওঠে আলো। অজানা এই পাহাড়ি গ্রামই এবার উঠে আসতে চলছে পর্যটন মানচিত্রে। উদ্যোগ অবশ্যই রাজ্য সরকারের।

আরও পড়ুন-ভাঙনরোধে অসহযোগিতা কেন্দ্রের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই পর্যটন শিল্পের ওপর জোর দিয়েছেন। তাঁর উদ্যোগেই পশ্চিমবঙ্গের জেলাগুলির বিভিন্ন প্রান্তে নতুন নতুন পর্যটনের হদিশ মিলেছে। এভাবেই খোঁজ মিলেছে গৈরিগাঁয়ের। পাহাড়ের কোলে নীল-সাদা ছোট ছোট কটেজ ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। জোরকদমে চলছে রাস্তা নির্মাণের কাজও। পুজোর আগেই কাজ সম্পন্ন করার লক্ষ্য বলে জয়গাঁ ডেভেলপমেন্ট অথরিটির তরফে জানানো হয়েছে। জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা জানান, গৈরিগাঁও এলাকায় ৯০০টি রাবার গাছ রোপণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া জয়গাঁ গৈরিগাঁও এলাকায় তৈরি করা হচ্ছে সেলফি জোন। বসানো হবে বুদ্ধমূর্তি, মহাদেব মূর্তি। এছাড়া গৈরিগাঁও এলাকায় প্রচুর কটেজ তৈরি হয়েছে। পুজোর আগেই সেগুলো চালু হবে।

Latest article