রাজ্যপাল মিথ্যে বলছেন, আরটিআই করলেই জানা যাবে রাজভবনে কি ফাইল রয়েছে রাজ্যপালকে তোপ বিমান বন্দ্যোপাধ্যায়ের

Must read

এবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandopadhyay)  ধুইয়ে দিলেন রাজ্যপালকে। বললেন, রাজ্যপাল মিথ্যে কথা বলছেন। যে কেউ আরটিআই করলেই জানতে পারবেন বিধানসভা যা বলছে তা সত্যি কি না। রাজভবনে কি ফাইল রয়েছে জানা যাবে তাও।

বুধবারও রাজ্যপাল বলেছিলেন, রাজভবনে কোনো ফাইল আটকে নেই। মুখ্যমন্ত্রী ঠিক বলছেন না। এরপরেই বৃহস্পতিবার রাজ্যপালকে একহাত নিলেন বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Bandopadhyay)। তাঁর কথায়, বিধানসভা থেকে কোনো ফাইল রাজভবনে গেলে সেই ফাইল বিধানসভাতেই ফেরত আসার কথা। কিন্তু তা আসছে না। উনি অযথা ফাইল আটকে রাখছেন। আর বাইরে অন্য কথা বলছেন। কেউ আরটিআই করে জানতে চাইলে আমরাও জানিয়ে দেব বিধানসভা কি কি ফাইল রাজভবনে পাঠিয়েছে।

আরও পড়ুন – কোনও ব্যাঙ্ক ঋণ না দিলে, সমবায় ব্যাঙ্ক ঋণ দেবে, ব্যাঙ্কগুলিকে বার্তা মমতার

বুধবারই মুখ্যমন্ত্রী নাম করেই বলেছিলেন ঘোড়ার পাল। এরপরেই আসরে নামেন অধুনা টুইট পাল নামে খ্যাত রাজ্যপাল। প্রতিপদে রজ্যসরকারের কাজে বাধা দিচ্ছেন রাজ্যপাল। এক্তিয়ারের বাইরে গিয়ে কাজ করছেন। সংসদে ইতিমধ্যেই রাজ্যপালকে সরানোর দাবী তুলেছেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। মার্চ মাসে হতে পারে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। তার আগে রাজ্যপালের ভূমিকায় ব্যাপক ক্ষুব্ধ সব মহল। এখনো কয়েকটি ফাইল আটকে রেখেছে রাজভবন। এক্ষুনি সেসব ফাইল ছাড়ার লক্ষণও দেখা যাচ্ছে না। তবে রাজ্যপালের নক্কারজনক ভূমিকার পর তাঁকে যে এভাবেই মু-তোড় জবাব দেওয়া হবে তা পরিস্কার।

Latest article