বিধায়কের শপথ নিয়ে বোসের রাজনীতি, জটিলতা বাড়ছেই

জটিলতা জিইয়ে রাখলেন রাজ্যপাল। ধূপগুড়ির নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস বিধায়কের শপথগ্রহণ আটকে রাখতে একের পর এক কৌশল নিচ্ছেন তিনি।

Must read

প্রতিবেদন : জটিলতা জিইয়ে রাখলেন রাজ্যপাল। ধূপগুড়ির নবনির্বাচিত তৃণমূল কংগ্রেস বিধায়কের শপথগ্রহণ আটকে রাখতে একের পর এক কৌশল নিচ্ছেন তিনি। ধূপগুড়ির মানুষকে প্রাপ্য পরিষেবা থেকে বঞ্চিত রেখে নিত্যনতুন নাটক রচিত হচ্ছে রাজভবন থেকে। বুধবার সেই নাটকের নতুন অঙ্ক সামনে এল। এদিন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের চিঠির উত্তর দিল রাজভবন। চিঠিতে দু’লাইনে উত্তর দেওয়া হয়েছে। উল্লেখ করা হয়নি শপথগ্রহণের দিন। ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথগ্রহণ নিয়ে রাজভবনে চিঠি দেন পরিষদীয় মন্ত্রী। তারই উত্তর দিল রাজভবন।

আরও পড়ুন-৪৩৯ বছরের পুরনো ভট্টাচার্য পরিবারের দুর্গাপুজো

দু’লাইনে লেখা চিঠিতে জানানো হয়েছে, রাজ্যপাল শপথ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে চিঠি দিয়ে যোগাযোগ করেছেন। যা কথা বলার মুখ্যমন্ত্রীকেই বলেছেন। সোমবার (২৫ সেপ্টেম্বর) রাজ্যপালকে চিঠি দিয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, ধূপগুড়ির বিধায়ক একজন নির্বাচিত জনপ্রতিনিধি। মানুষের পরিষেবা দিতে হয় তাঁকে। এই অবস্থায় অবিলম্বে শপথ গ্রহণের অনুমতি দেওয়া হোক তাঁকে।
পাশাপাশি বলেন, টানাপোড়েনের জেরে ধূপগুড়ির উন্নয়নের কাজ থমকে রয়েছে। তাই শপথের তারিখ চূড়ান্ত করার সিদ্ধান্ত নিতে চিঠি দেওয়া হবে। আগেও শপথগ্রহণ সংক্রান্ত চিঠি দেওয়া হয়েছিল। উত্তর মেলেনি। শনিবার (২০ সেপ্টেম্বর) রাজভবনে ধূপগুড়ির বিধায়ক নির্মলচন্দ্র রায়ের শপথগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। অথচ বিধায়ককে কিছু জানানো হয়নি বলেই দাবি করেন মন্ত্রী।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর অভিনন্দন

ধূপগুড়ি উপনির্বাচনের ফলাফল প্রকাশিত হয় গত ৮ সেপ্টেম্বর। বিজেপির থেকে এই আসনটি ছিনিয়ে নিয়ে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী নির্মলচন্দ্র রায়। তারপর থেকেই শপথগ্রহণ পর্ব ঝুলে রয়েছে। যদিও রাজভবনের তরফে বিধায়ককে ফোন করে জানতে চাওয়া হয়, তাঁর রাজভবনে শপথ নিতে কোন অসুবিধা রয়েছে কি না, এমনটাই সূত্রের খবর। তবে শনিবার শপথগ্রহণ না করে নিত্যদিনের মতো পাঠদান করেন। এই বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি বলেই মন্তব্য করেন।

আরও পড়ুন-এনআইএ’র ক্ষমতা বাড়াল কেন্দ্র

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিধানসভায় শপথগ্রহণের সবুজ সঙ্কেত দিয়ে চিঠি পাঠায় রাজভবন। তাতে ডেপুটি স্পিকারকে শপথগ্রহণের কথা জানানো হয়। তবে ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায় জানান, এই বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি। স্পিকারের বদলে তাঁকে দিয়ে শপথবাক্য পাঠ করানোটা পরিষদীয় শিষ্টতা এবং রীতির পরিপন্থী বলেই জানান ডেপুটি স্পিকার। স্পিকার পাল্টা রাজভবনে চিঠি পাঠান। বিধানসভায় গিয়ে রাজ্যপালকে শপথগ্রহণের কথা জানান। সব মিলিয়ে ধূপগুড়ির বিধায়কের শপথগ্রহণ অনুষ্ঠানের জট কাটল না।

Latest article