দিল্লিতে পৌঁছে গেল প্রতিবাদের ৫০ লক্ষ চিঠি

বকেয়া আদায়ে আগামী ২ ও ৩ অক্টোবর দিল্লির ধরনায় যোগ দেবেন এ-রাজ্যের বঞ্চিতরা।

Must read

প্রতিবেদন : বকেয়া আদায়ে আগামী ২ ও ৩ অক্টোবর দিল্লির ধরনায় যোগ দেবেন এ-রাজ্যের বঞ্চিতরা। আগামী ৩০ সেপ্টেম্বর কলকাতা থেকে তাঁদের দিল্লি নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে দল। তার আগের দিন ২৯ তারিখ তারা সকলে জড়ো হবেন কলকাতায়। রাতটুকু থাকবেন নেতাজি ইন্ডোরে। সেই ব্যবস্থাও দলের তরফেই করা হয়েছে। পরের দিন তাঁরা দিল্লি রওনা হবেন। দলের সর্বস্তরের নেতৃত্বের পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন কথা দিয়েছিলেন বাংলা থেকে ১০০ দিনের কাজ করে টাকা না পাওয়া, বাংলা আবাস যোজনার টাকা না পাওয়া, বঞ্চিত গরিববুর্গ মানুষগুলোকে দিল্লি নিয়ে যাবেন।

আরও পড়ুন-মহাষ্টমীর গভীর রাতে রক্ষাকালীর পুজো

ঠিক সেই কথা রেখেই এই বন্দোবস্ত করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে রাজধানীর বুকে আন্দোলনের ঝড় তুলতে চলেছে তৃণমূল কংগ্রেস। সাড়া বাংলা সংগৃহীত ৫০ লক্ষেরও বেশি চিঠি দিল্লিতে। এর মধ্যে কয়েক লক্ষ পাঠানো হবে প্রধানমন্ত্রীর দফতরে। আরও কয়েক লক্ষ যাবে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের দফতরে। বাকি চিঠি নিয়ে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতা-নেত্রী ও কর্মী যাঁরা দিল্লিতে যাবেন, তাঁরা সেই চিঠি নিয়ে ধরনা কর্মসূচিতে সামিল হবেন। আগামী ২ ও ৩ অক্টোবর রাজধানীর বুকে ১০০ দিনের কাজের টাকা ও বাংলা আবাস যোজনার টাকা সহ সব মিলিয়ে ১৫ হাজার কোটি টাকারও বেশি বকেয়া আদায়ের দাবিতে আন্দোলন ও ধরনা কর্মসূচি রয়েছে। ২ অক্টোবর রাজঘাটে সাংসদরা প্রার্থনা করবেন। ৩ অক্টোবর কৃষি দফতরের বাইরে ও দুটি জায়গায় ধরনা কর্মসূচি পালন করবে দল।

Latest article