হরমনপ্রীতদের নজরে আজ হোয়াইটওয়াশ

Must read

ডাম্বুলা, ২৬ জুন : টি-২০ সিরিজ ইতিমধ্যেই পকেটে। আত্মবিশ্বাসী ভারতীয় দল সোমবার ডাম্বুলায় সিরিজের শেষ টি-২০ খেলতে নামছে। প্রথম ম্যাচে ৩৪ রানে জয়ের পর শনিবার দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে জিতে ২-০ তে এগিয়ে আছে হরমনপ্রীত কৌরের (Harmanpreet Kaur- India) ভারত। আগামী মাসেই বার্মিংহামে কমনওয়েলথ গেমস। সেখানে প্রথমবার মেয়েদের টি-২০ ক্রিকেটের অভিষেক হতে চলেছে। তার আগে শ্রীলঙ্কায় সিরিজ জয় হরমন, স্মৃতিদের মনোবল বাড়িয়ে দেবে।

আরও পড়ুন: সংখ্যালঘুকে কোণঠাসা করতে সংখ্যাগরিষ্ঠের রাজনীতি

সোমবার শেষ ম্যাচেও জয়ের ছন্দ ধরে রেখে ওয়ান ডে সিরিজে নামতে চায় উওমেন ইন ব্লু। তবে সিরিজে নিজেদের সামগ্রিক পারফরম্যান্সে সন্তুষ্ট নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বোলাররা নিজেদের দাপট দেখালেও ভারতের ব্যাটিং প্রত্যাশিত মানের হচ্ছে না। প্রথম ম্যাচে জেমাইমা রদ্রিগেজ এবং দ্বিতীয় ম্যাচে হরমনপ্রীত (Harmanpreet Kaur- India) ও স্মৃতি মান্ধানা রান পেয়েছেন। কিন্তু শেফালি ভার্মা, যস্তিকা ভাটিয়া, মেঘনারা ভাল শুরু করেও তা ধরে রাখতে পারছেন না। তাই শেষ টি-২০ তে ব্যাটিংয়ে সামগ্রিক উন্নতি চাইছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। শ্রীলঙ্কা অবশ্য শেষ ম্যাচে সান্ত্বনা জয়ের খোঁজে। কয়েকদিন আগেই পাকিস্তানের কাছে ০-৩ -এ হেরেছে তারা। তাই এবার ভারতের বিরুদ্ধে হোয়াইটওয়াশ আটকাতে মরিয়া শ্রীলঙ্কার মেয়েরা।

Latest article