পুজো আবহে হাওড়া-শিয়ালদহে জারি হাই অ্যালার্ট!

Must read

দুর্গাপুজোকে কেন্দ্র করে রেলযাত্রীদের নিরাপত্তার কথা ভেবে নেওয়া হয়েছে পদক্ষেপ। পুজো আবহে হাওড়া–শিয়ালদহ (Howrah-Sealdah) স্টেশনে জারি করা হয়েছে ‘হাই অ্যালার্ট’। পূর্ব রেল সূত্রে খবর, বিদেশি নাগরিকরা আর জেলা থেকে কলকাতায় আসা মানুষজনের নিরাপত্তার কথা ভেবে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ইউনেস্কো দুর্গাপুজোকে স্বীকৃতি দেওয়ায় বিদেশিদের আকর্ষণ কলকাতা। পর্যটন দফতরের অনুমান প্রায় ১৭ হাজার পর্যটক আসতে পারেন কলকাতায়। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, স্টেশনগুলির সঙ্গে রেল লাইনের ধারে ঘনবসতিপূর্ণ যে এলাকাগুলিতে দুর্গাপুজো হয় সেখানেও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে রেললাইনের ধারেও পুজোর কয়েকদিন ২৪ ঘণ্টা প্রহরী মোতায়েন করা হবে। একইসঙ্গে স্টেশনগুলির পরিচ্ছন্নতার দিকেও বাড়তি জোর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন- আরও এক গুরুতর অভিযোগ আদানিদের বিরুদ্ধে, তদন্তে সেবি, সরব বিরোধীরা

নাশকতা রুখতে নজরদারি বাড়ানো হচ্ছে শিয়ালদহ–হাওড়া (Howrah-Sealdah) সহ গুরুত্বপূর্ণ স্টেশনগুলিতে। শুরু হয়েছে অ‌্যান্টি স‌্যাবোতাজ চেকিং। তল্লাশি এবং ভিড়ের মধ্যে থাকা সাদা পোশাকের পুলিশ কর্মীরা কাজ করবে। মহিলাদের জন্য সক্রিয় থাকছে আরপিএফের ‘মেরি সহেলি’ বিভাগও।

Latest article