ডায়মন্ড হারবারে ইলিশ গবেষণা কেন্দ্র

ডায়মন্ড হারবারে ইলিশ নিয়ে গবেষণা কেন্দ্র তৈরি করা হয়েছে। সেখানে প্রতিনিয়ত ইলিশের গতিবিধি নিয়ে গবেষণা চলছে।

Must read

প্রতিবেদন : ইলিশ মাছের জন্য বাংলাদেশের উপর নির্ভরতা কমাতে রাজ্য সরকার উদ্যোগী হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় জানিয়েছেন, এ রাজ্যেই ইলিশ উৎপাদনের উদ্যোগ নেওয়া হয়েছে। ডায়মন্ড হারবারে ইলিশ নিয়ে গবেষণা কেন্দ্র তৈরি করা হয়েছে। সেখানে প্রতিনিয়ত ইলিশের গতিবিধি নিয়ে গবেষণা চলছে।

আরও পড়ুন-নতুন ভবন পাচ্ছে বিধানসভা

আগামী দিনে ইলিশের উৎপাদনে রাজ্য স্বনির্ভর হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইলিশের জোগান বাড়াতে ইতিমধ্যেই খোকা ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু তা সত্ত্বেও ছোট ইলিশ ধরা বন্ধ করা যাচ্ছে না। এই বিষয়টি নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, শুধু আইন করে খোকা ইলিশ ধরা বন্ধ করা যাবে না। মানুষকে বিষয়টি নিয়ে সচেতন করতে হবে। রাজ্যে মাছচাষ বাড়ানোর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে মাছ চাষের উপযুক্ত বহু জলাশয় রয়েছে। ওই সব পুকুর জলাশয়ে মাছ চাষ শুরু করার জন্য তিনি স্বনির্ভর গোষ্ঠী বা পাড়ার ক্লাবগুলোকে দায়িত্ব দেওয়ার জন্য মৎস্যমন্ত্রীকে নির্দেশ দেন। এতে কর্মসংস্থানের পাশাপাশি বাজারে মাছের জোগানও বাড়ানো সম্ভব হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

Latest article