সংবাদদাতা, হুগলি : গত দু’বছর লক্ষ লক্ষ ভক্ত মাহেশের (Mahesh Rath Yatra) জগন্নাথ মন্দিরের ঐতিহাসিক রথযাত্রা দর্শন থেকে বঞ্চিত ছিলেন। করোনার আবহে ৬২৬ বছরের প্রাচীন এই রথযাত্রা (Rath Yatra) বন্ধ থাকার পর এবছর অবস্থা স্বাভাবিক হওয়ায় ১ জুলাই ঐতিহ্যবাহী রথের চাকা ফের গড়াবে রাজপথে। বৃহস্পতিবার মাহেশ (Mahesh Rath Yatra) জগন্নাথদেব ট্রাস্টি বোর্ডের পক্ষে সাংবাদিক সম্মেলনে বলা হয়, এবছর রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। যেহেতু দু’বছর পর এই রথযাত্রা, ফলে এবার ব্যাপক জনসমাগম আশা করছেন মন্দির কর্তৃপক্ষ। রথযাত্রা যাতে শান্তিপূর্ণভাবে পালিত হয় তার সবরকম ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন ও পুলিশ এবং জগন্নাথদেব ট্রাস্টি বোর্ড। সাংবাদিক সম্মেলনে ছিলেন শ্রীরামপুরের (Serampore) পুরপ্রধান গিরিধারী সাহা, ট্রাস্টি বোর্ডের প্রধান সেবায়েত সৌমেন অধিকারী, সম্পাদক পিয়াল অধিকারী ও সভাপতি অসীম পণ্ডিত। তাঁরা জানান, কিছুদিন আগে পানিহাটি দণ্ড উৎসবের মর্মান্তিক দুর্ঘটনার কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হচ্ছে। চন্দননগর পুলিশ কমিশনারেটের (Channagar Police Commissionaret) এসিপি শুভতোষ সরকার ও শ্রীরামপুর থানার (Serampore Police Station) আইসি দিব্যেন্দু দাসের (IC Dibyendu Das) নেতৃত্বে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা মন্দির সংলগ্ন এলাকার পাশাপাশি রথ ও মেলাপ্রাঙ্গণ পরিদর্শন করেন। জানা গিয়েছে, এ বছর রথযাত্রা উপলক্ষে মন্দির ও মেলাপ্রাঙ্গণে ঢোকা ও বেরোনোর পথে বেশ ক’টি ব্যারিকেড করা হবে, যাতে কোনওরকম বিশৃঙ্খলা না হয়। এছাড়াও বিশাল পুলিশবাহিনীর সঙ্গে স্বেচ্ছাসেবী বাহিনী মোতায়েন থাকবে।
আরও পড়ুন: বিল পাশ, আলিয়ার আচার্য পদে মুখ্যমন্ত্রী