ওষুধের অভাবে শ্রীলঙ্কার হাসপাতালে বন্ধ হল রোগী ভর্তি

সদ্য শ্রীলঙ্কা পেয়েছে দেশের নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। কিন্তু দেশের আর্থিক অবস্থার উন্নতির এখনও তেমন কোনও ইঙ্গিত মেলেনি।

Must read

প্রতিবেদন : সদ্য শ্রীলঙ্কা পেয়েছে দেশের নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী। কিন্তু দেশের আর্থিক অবস্থার উন্নতির এখনও তেমন কোনও ইঙ্গিত মেলেনি। গত কয়েক মাস ধরে প্রবল অর্থনৈতিক সঙ্কটের কারণে দেশে নিত্যপ্রয়োজনীয় ওষুধের আকাল দেখা দিয়েছে। জ্বালানি সঙ্কটের কারণে বন্ধ হয়েছে অ্যাম্বুল্যান্স পরিষেবা। এবার দেশের বেশিরভাগ হাসপাতাল নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করল। তাই ভর্তি থাকা সমস্ত রোগীকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হচ্ছে। নতুন করে কোনও রোগীকে হাসপাতালে ভর্তি নেওয়া হচ্ছে না। হাসপাতালের বাইরে ঝুলছে নো অ্যাডমিশন লেখা বোর্ড।

আরও পড়ুন-জাগোবাংলা বোর্ড

অশোকা তিলকরত্নে নামে এক প্রবীণ ব্যক্তি জানিয়েছেন, তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসজনিত কারণে গত কয়েকদিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। কিন্তু তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কারণ হাসপাতালে কোনও ওষুধ নেই। ওই প্রবীণ ব্যক্তি আরও জানিয়েছেন, কলম্বো থেকে তাঁর বাড়ি প্রায় ২০ কিলোমিটার দূরে। কোনও গাড়ি না মেলায় তিনি প্রথমে পায়ে হেঁটে, পরে পরিবারের সদস্যদের কাঁধে চেপে বাড়ি ফেরেন। এদিকে এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে দেশের প্রেসিডেন্টের দফতর। ১০৭ দিন পর প্রেসিডেন্টের দফতর খুলল। তবে প্রেসিডেন্টের দফতরের সামনে রয়েছে কড়া নিরাপত্তা বেষ্টনী। এখনও দেশের বিভিন্ন জায়গায় প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংঘের বিরুদ্ধে বিক্ষোভ চলছে।

Latest article