উত্তর-পূর্বে উদ্বাস্তু কত, জানাতে হবে কেন্দ্রকে, নির্দেশ সুপ্রিম কোর্টের

১৯৭১ সালের পর থেকে কত মানুষ অবৈধভাবে উদ্বাস্তু হিসেবে দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে প্রবেশ করেছেন, তা জানাতে হবে কেন্দ্রকে।

Must read

প্রতিবেদন : ১৯৭১ সালের পর থেকে কত মানুষ অবৈধভাবে উদ্বাস্তু হিসেবে দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে প্রবেশ করেছেন, তা জানাতে হবে কেন্দ্রকে। অসমের নাগরিকত্ব আইন সংক্রান্ত মামলায় বৃহস্পতিবার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। গত ৫ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে শুরু হয়েছে নাগরিকত্ব আইন সংক্রান্ত একাধিক মামলার শুনানি। নাগরিকত্ব আইনের ৬ নম্বর ধারার বিরোধিতা করে একাধিক আবেদন জমা পড়েছিল শীর্ষ আদালতে।

আরও পড়ুন-জাদুঘর ভাঙা হচ্ছে না, কেন্দ্র জানাল জহরকে

প্রসঙ্গত, এই ধারা অনুসারে, ১৯৭১-এর ২৫ মার্চের মধ্যে যাঁরা অসমে প্রবেশ করেছেন ও অসমে বসবাস করেন, তাঁরা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু অসমবাসীদের একাংশই এ নিয়ে আপত্তি তুলেছে। তাদের দাবি, এর ফলে অনুপ্রবেশ বেড়েছে। নেতিবাচক প্রভাব পড়েছে রাজ্যে। সেই ৬ নম্বর ধারার সাংবিধানিক বৈধতা কতটা, তা বিবেচনা করছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। বেঞ্চে রয়েছেন বিচারপতি এ এস বোপান্না, বিচারপতি এম এম সুরেন্দ্র, বিচারপতি জে বি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। নাগরিকত্ব আইনের এই ধারার ক্ষেত্রে অন্যান্য রাজ্যের তুলনায় অসমের পরিস্থিতি অন্যরকম কি না তা খতিয়ে দেখছে শীর্ষ আদালত।

Latest article