জাদুঘর ভাঙা হচ্ছে না, কেন্দ্র জানাল জহরকে

২০২১ সাল থেকে তৃণমূল সাংসদ জহর সরকার লাগাতার সংসদে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রীর কাছে প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছেন।

Must read

প্রতিবেদন : সেন্ট্রাল ভিস্তার অংশ হিসেবে ভারতীয় জাদুঘর ভাঙা হচ্ছে না। তৃণমূলের রাজ্যসভার সাংসদ এবং প্রাক্তন কেন্দ্রীয় সংস্কৃতি সচিব জহর সরকারের লিখিত প্রশ্নের জবাবে জানালেন কেন্দ্রীয় সংস্কৃতি, পর্যটন ও উন্নয়ন মন্ত্রী জি কিষণ রেড্ডি। ২০১৯ সালে ঘোষিত সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসাবে ভারতীয় জাদুঘর স্থানান্তরিত করা হবে বলে জানা গিয়েছিল।

আরও পড়ুন-জিএসটি ক্ষতিপূরণে কেন্দ্রের বঞ্চনার প্রতি.বাদে সরব চন্দ্রিমা

২০২১ সাল থেকে তৃণমূল সাংসদ জহর সরকার লাগাতার সংসদে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রীর কাছে প্রতিবাদ জানিয়ে চিঠি দিয়েছেন। অবশেষে বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী জানালেন, ভাঙা হচ্ছে না দিল্লির ভারতীয় জাদুঘর । এই বিষয়ে জহর সরকার জানান, কয়েক মাস আন্দোলন ও উত্তেজনার পর অবশেষে সরকার সাড়া দিয়েছে এই বলে যে জাতীয় জাদুঘর ভাঙা হচ্ছে না।

Latest article