যখন-তখন গুলি চলে যোগীরাজ্যে! এবার অভিনেতার গুলিতে হত প্রতিবেশী

হাতে হাতে বন্দুক! যখন-তখন গুলিতে প্রাণ যাচ্ছে মানুষের। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলার চূড়ান্ত বেহাল দশা।

Must read

প্রতিবেদন : হাতে হাতে বন্দুক! যখন-তখন গুলিতে প্রাণ যাচ্ছে মানুষের। বিজেপি (BJP) শাসিত উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলার চূড়ান্ত বেহাল দশা। সামান্য বিবাদেই গুলি চলছে যোগীরাজ্যে। এবার জনপ্রিয় অভিনেতার বন্দুকের গুলিতে প্রাণ গেল প্রতিবেশীর। গুরুতর আহত তিনজন। ঘটনার পর অভিযুক্ত ভূপিন্দর সিংকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন-উত্তর-পূর্বে উদ্বাস্তু কত, জানাতে হবে কেন্দ্রকে, নির্দেশ সুপ্রিম কোর্টের

উত্তরপ্রদেশের বিজনৌর এলাকার বাসিন্দা ভূপিন্দর সিং হিন্দি মেগাসিরিয়ালের জনপ্রিয় মুখ। ‍‘ইয়ে প্যায়ার না হোগা কম’, ‍‘মধুবালা’র মতো জনপ্রিয় সিরিয়ালে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও বেশ কিছু বলিউড চলচ্চিত্রেও তাঁকে দেখা গিয়েছে। পাশাপাশি বিজনৌরে একটি ফার্ম খুলেছেন। বিবাদের সূত্রপাত সেই ফার্মে বেড়া দেওয়া নিয়ে। এতদিন কিছু ইউক্যালিপটাস গাছ দিয়ে পাশের খেত থেকে সেই ফার্মের জমি আলাদা করা ছিল। সম্প্রতি ফার্মে বেড়া দেওয়ার সময় ইউক্যালিপটাস গাছ কাটা শুরু করলেই পাশের জমির মালিক আপত্তি জানান। জমি সংক্রান্ত বিবাদ থেকে দু’পক্ষের জোরালো বচসা শুরু হয়।

আরও পড়ুন-জাদুঘর ভাঙা হচ্ছে না, কেন্দ্র জানাল জহরকে

জমির মালিক গুরদীপ সিংয়ের পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়ে ভূপিন্দর ও তাঁর সঙ্গীরা। স্থানীয়দের দাবি, সেই সময় নিজের লাইসেন্সড রিভলভার নিয়ে আসেন অভিনেতা। রিভলভারের গুলিতে মৃত্যু হয় প্রতিবেশী গুরদীপ সিংয়ের ছেলে গোবিন্দের (২৩)। গুরুতর আহত হন গুরদীপ ও তাঁর স্ত্রী এবং তাঁদের আরেক ছেলে অমৃক। খুন ও খুনের চেষ্টার অভিযোগে ভূপিন্দর ও তাঁর তিন সঙ্গীকে গ্রেফতার করেছে পুলিশ।

Latest article