সংবাদদাতা, দেগঙ্গা : করোনার জন্য দু’বছর বন্ধ থাকার পর এবার লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটল চাকলার লোকনাথ মন্দিরে। শুক্রবার লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে সকাল থেকে ভক্তদের সমাগম হয় মন্দিরে। বিশ্বশান্তি যজ্ঞের পাশাপাশি পালিত হয় রক্তদান উৎসব। দুঃস্থদের মধ্যে হয় বস্ত্র বিতরণও। বিভিন্ন ধর্মের ভক্তদের আগমনে চাকলার লোকনাথ মন্দির হয়ে উঠল সম্প্রীতির পীঠস্থান। শুক্রবার সকাল থেকেই লোকনাথ তিরোধান দিবস উপলক্ষে চাকলায় মোমবাতি-ধূপকাঠি দিয়ে পূজার্চনা করেন মন্দিরে আগত ভক্তরা। তাঁদের জন্য মন্দিরের সামনে বসে ফুল ও ডালার দোকান। সকাল থেকেই চলে পূজাপাঠ।
আরও পড়ুন-নজরুল গ্রেফতার
এই বিশেষ দিনে মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তিনি আগত ভক্তদের স্বাগত জানানোর পাশাপাশি সুশৃঙ্খল ও সুষ্ঠুভাবে পুজো দেওয়ার অনুরোধ জানান। প্রচলিত আছে, ১১৩৭ বঙ্গাব্দে ২৪ পরগনার কচুয়া গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন লোকনাথ ব্রহ্মচারী। তিনি ছিলেন বাবা-মায়ের চতুর্থ সন্তান। শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীর দিনই জন্মগ্রহণ করেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। শুক্রবার তাঁর তিরোধান দিবসে আঁটসাঁট নিরাপত্তা বলয়ে ঘেরা ছিল মন্দির চত্বর।
আরও পড়ুন-মোদি সরকারের ৯৬ মাস অর্থনীতির নাভিশ্বাস
অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয় কঠোর নজরদারি। সেই সঙ্গে মন্দির প্রাঙ্গণে অসুস্থ ভক্তদের জন্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। মন্দির কর্তৃপক্ষ পর্যাপ্ত ভোগের ব্যবস্থা করেছিলেন। এককথায়, করোনা-কাঁটা সরিয়ে নতুন উদ্যমে লোকনাথ ধামে উপচে পড়া ভক্তদের উপস্থিতি ছিল সারাদিন ধরে।