ইলিশ কিনতে উপচে পড়া ভিড়

এদিন এক কেজি থেকে ১২০০ গ্রামের ইলিশ ১০০০-১১০০ টাকায় পাইকারি বাজারে বিক্রি হয়েছে। আর এক কেজির কম ওজনের ইলিশ ৭৫০-৮০০ টাকা কেজিতে পাইকারি বাজারে বিক্রি হয়েছে

Must read

সংবাদদাতা, হাওড়া : বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ ইলিশ এল হাওড়ায়। মঙ্গলবার ভোরে হাওড়ার পাইকারি মাছ আড়তে বাংলাদেশের ইলিশ কিনতে খুচরো ও পাইকারি ক্রেতাদের ভিড় উপচে পড়ে। হাওড়া ছাড়াও হুগলি, দমদম, মেদিনীপুর প্রভৃতি এলাকা থেকে বহু মানুষ এসেছিলেন বাংলাদেশের ইলিশ কিনে নিয়ে যেতে। এদিন এক কেজি থেকে ১২০০ গ্রামের ইলিশ ১০০০-১১০০ টাকায় পাইকারি বাজারে বিক্রি হয়েছে। আর এক কেজির কম ওজনের ইলিশ ৭৫০-৮০০ টাকা কেজিতে পাইকারি বাজারে বিক্রি হয়েছে।

আরও পড়ুন-২৪৫০ টন পদ্মার ইলিশ বাংলায়

বাংলাদেশের ইলিশ কিনতে ক্রেতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ফিশ ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ জানান, ‘প্রথম দিন বাংলাদেশ থেকে ২টি ট্রাকে সাড়ে ৮ টন ইলিশ এসেছে। ৩০ সেপ্টেম্বরের মধ্যে মোট ২৪৫০ টন ইলিশ বাংলাদেশ থেকে আমদানির ছাড়পত্র মিলেছে। এখন প্রতিদিনই বাংলাদেশ থেকে ইলিশ আসবে। এদিন যা পাইকারি দর ছিল কয়েক দিন পরে বাংলাদেশের ইলিশের জোগান আরও বেড়ে গেলে সেই দাম আরও কিছুটা কমবে। তবে এদিনও মোটামুটি মধ্যবিত্তের নাগালের মধ্যেই দর ছিল।’

আরও পড়ুন-ধানবাদের জনবহুল রাস্তায় ডাকাতদের হামলা, পুলিশের পাল্টা গুলিতে মৃত ১, গ্রেফতার ২

উল্লেখ্য, দীর্ঘদিন বন্ধ থাকার পর গত তিন বছর ধরে পুজোর আগে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করা হচ্ছে। গত বছর বাংলাদেশ সরকার ৪৬০০ টন ইলিশ রফতানির অনুমতি দিলেও সময়ের অভাবে শেষ পর্যন্ত ১৪০০ টন ইলিশ আমদানি হয়েছিল। এবছর তাই আগেভাগে ইলিশ রফতানির ছাড়পত্র দেয় বাংলাদেশ সরকার। পুজোর আগে বাংলাদেশের ইলিশ আসায় খুশি বাঙালি।

Latest article