মানতে পারছি না নেই, ট্যুইট রাহুলের

মানতে পারছি না নেই, ট্যুইট রাহুলের নয়াদিল্লি, ৯ জুন : দেশের মাটিতে প্রথমবার কোনও দ্বিপাক্ষিক সিরিজে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ ছিল তাঁর সামনে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে কুঁচকির চোটে গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন কে এল রাহুল। বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস করতে যাওয়ার কথা ছিল রাহুলের। তার বদলে এদিনই ভারতীয় শিবির ছেড়ে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যেতে হচ্ছে তাঁকে। আপাতত সেখানেই রিহ্যাব করবেন। আরও পড়ুন- অপ্রত্যাশিত এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন রাহুল নিজেও। তবে শিবির ছাড়ার আগে ট্যুইট করে নতুন অধিনায়ক ঋষভ পন্থ এবং ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি। রাহুলের ট্যুইট, ‘‘এভাবে ছিটকে যাওয়া মেনে নিতে পারছি না। দেশের মাটিতে প্রথমবার নেতৃত্ব দেওয়ার সুযোগ হারালাম। তবে দ্রুত ফিট হয়ে মাঠে নামার চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। সতীর্থদের সবাইকে পাশে পেয়েছি। ওদের সবাইকে ধন্যবাদ। ঋষভ ও বাকিদের সিরিজের জন্য শুভেচ্ছা রইল। খুব দ্রুত আবার সবার সঙ্গে দেখা হবে।’’ আরও পড়ুন- রাহুলের সঙ্গে এনসিএ-তে যাচ্ছেন কুলদীপ যাদবও। নেটে ব্যাট করার সময় হাতে চোট পেয়ে তিনিও সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। এদিকে, ইংল্যান্ড সফরের আগে রাহুল ফিট হয়ে উঠবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

Must read

নয়াদিল্লি, ৯ জুন : দেশের মাটিতে প্রথমবার কোনও দ্বিপাক্ষিক সিরিজে দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ ছিল তাঁর সামনে। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের আগে কুঁচকির চোটে গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন কে এল রাহুল। বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস করতে যাওয়ার কথা ছিল রাহুলের। তার বদলে এদিনই ভারতীয় শিবির ছেড়ে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যেতে হচ্ছে তাঁকে। আপাতত সেখানেই রিহ্যাব করবেন।

আরও পড়ুন-শেষ আটে সিন্ধু-লক্ষ্য

অপ্রত্যাশিত এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন রাহুল নিজেও। তবে শিবির ছাড়ার আগে ট্যুইট করে নতুন অধিনায়ক ঋষভ পন্থ এবং ভারতীয় দলকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি। রাহুলের ট্যুইট, ‘‘এভাবে ছিটকে যাওয়া মেনে নিতে পারছি না। দেশের মাটিতে প্রথমবার নেতৃত্ব দেওয়ার সুযোগ হারালাম। তবে দ্রুত ফিট হয়ে মাঠে নামার চ্যালেঞ্জটা গ্রহণ করলাম। সতীর্থদের সবাইকে পাশে পেয়েছি। ওদের সবাইকে ধন্যবাদ। ঋষভ ও বাকিদের সিরিজের জন্য শুভেচ্ছা রইল। খুব দ্রুত আবার সবার সঙ্গে দেখা হবে।’’
রাহুলের সঙ্গে এনসিএ-তে যাচ্ছেন কুলদীপ যাদবও। নেটে ব্যাট করার সময় হাতে চোট পেয়ে তিনিও সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। এদিকে, ইংল্যান্ড সফরের আগে রাহুল ফিট হয়ে উঠবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

Latest article