প্রয়োজনে পড়ুয়াদের বাড়ি যাবেন শিক্ষকরা

Must read

প্রতিবেদন : করোনা পরিস্থিতিতে (Coronavirus Crisis) রাজ্যে (West Bengal) স্কুল বন্ধ হয়ে যাওয়ায় অনলাইনে কীভাবে পড়ুয়াদের পঠনপাঠন চলবে তা নিয়ে রাজ্যের স্কুল শিক্ষা দফতর বিস্তারিত নির্দেশিকা জারি করেছে। মোট পাঁচ দফা নির্দেশিকায় অনলাইনে ক্লাস নেওয়ার পাশাপাশি প্রয়োজনে শিক্ষকদের ছাত্রছাত্রীদের বাড়ি গিয়ে পঠন-পাঠন সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি, যে সমস্ত স্কুলের হস্টেলে রয়েছে সেই হস্টেলগুলি বন্ধ রাখার কথা বলা হয়েছে। যদি কোনও ছাত্রছাত্রী ক্যাম্পাস থেকে না বের হতে পারেন বা অনেক দূরে থাকেন তাহলে তাঁরা যদি হস্টেলে থেকে যান তাঁদের জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করতে হবে বলেও নির্দেশিকাতে জানানো হয়েছে। মিড ডে মিল দেওয়ার প্রক্রিয়া চলবে। বই-খাতা স্কুল মারফত শুধুমাত্র অভিভাবক-অভিভাবিকাদের দেওয়া হবে। স্কুলগুলিতে ১৫ থেকে ১৮ বছর বয়সি ছাত্রছাত্রীদের ভ্যাকসিনেশন চলবে বলে জানানো হয়েছে। সব মিলিয়ে পডুয়াদের সুরক্ষিত রাখার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন-শহরে ২৫টি মাইক্রো কনটেনমেন্ট জোন

Latest article