দাম না কমলে বড় আন্দোলন, মহিলা তৃণমূল কংগ্রেসের মহামিছিল মহানগরীতে

এছাড়াও ছিলেন কলকাতা পুরসভার কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়, চৈতালি চট্টোপাধ্যায়-সহ অন্যান্য সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Must read

প্রতিবেদন : কেন্দ্রীয় সরকারে জনবিরোধী নীতির ফলে প্রতিদিন পেট্রোপণ্য-সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়েই চলেছে। মঙ্গলবার এই লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নেমেছিলেন তৃণমূল কংগ্রেসের ছাত্র-যুবরা। বুধবার পথে নামলেন তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মী-সমর্থকরা। দক্ষিণ কলকাতার গোলপার্ক থেকে এদিন দুপুরে শুরু হয় এই প্রতিবাদ মিছিল। গোলপার্ক থেকে শুরু হয়ে রাসবিহারী মোড়ে এসে শেষ হয় মিছিল। মিছিলের উদ্যোক্তা ছিল দক্ষিণ কলকাতা তৃণমূল মহিলা কংগ্রেস। মিছিল থেকে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা অবিলম্বে দাম কমানোর দাবি তোলেন। অন্যান্য কর্মীদের পাশাপাশি মিছিলে হাঁটলেন রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

আরও পড়ুন-বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার মেয়েরা

এছাড়াও ছিলেন কলকাতা পুরসভার কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়, চৈতালি চট্টোপাধ্যায়-সহ অন্যান্য সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, পাঁচ রাজ্যের নির্বাচন শেষ হওয়ার পর থেকেই পেট্রোপণ্য, জ্বালানি, রান্নার গ্যাস-সহ সমস্ত নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম বেড়েই চলেছে। তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির কারণেই এইভাবে সমস্ত জিনিসের দাম বাড়ছে। কেন্দ্রকে অবিলম্বে সমস্ত জিনিসের দাম কমাতে হবে।

আরও পড়ুন-মস্কোর কথায় সন্দেহ আমেরিকার, রাশিয়ার প্রতিশ্রুতিতে ভরসা নেই ইউক্রেনেরও

এভাবে লাগামছাড়া মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের দুর্ভোগ দিনদিন বাড়ছে। এদিন তারই প্রতিবাদে তৃণমূল মহিলা কংগ্রেস রাস্তায় নেমেছে। সেই সঙ্গে কেন্দ্রের মোদি সরকারকে তীব্র আক্রমণ করে তিনি বলেন, আগামী দিনেও এই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদ জারি থাকবে। তাঁর অভিযোগ, মোদি সরকার গরিবের টাকা কেড়ে বড়লোকদের পকেট ভরছে।

Latest article