দলিত–তথ্যই নেই!

কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যের পর বিরোধী নেতারা বলছেন, বিজেপি সরকারের এই অবস্থানের মূল কারণ হল দলিত–বিরোধী মানসিকতা​ই

Must read

নয়াদিল্লি : দেশে দলিত এবং আদিবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে কতজনকে গ্রেফতার করা হয়েছে সে সম্পর্কে কোনও তথ্যই নেই কেন্দ্রীয় সরকারের কাছে৷ বুধবার সংসদে তা স্বীকার করে নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ এদিন একাধিক সাংসদের লিখিত প্রশ্নের জবাব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী অজয় মিশ্র নিজেদের দায় এড়িয়ে উল্টে রাজ্য সরকারগুলির উপরেই যাবতীয় দায়–দায়িত্ব চাপিয়ে দেন৷

আরও পড়ুন-দাম না কমলে বড় আন্দোলন, মহিলা তৃণমূল কংগ্রেসের মহামিছিল মহানগরীতে

কেন্দ্রীয় সরকারের সাফাই, পুলিশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায় সম্পূর্ণভাবে রাজ্য সরকারের৷ তাই দেশের কোথায় কতজন দলিত এবং আদিবাসী মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেই তথ্য কেন্দ্রের অজানা৷ কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যের পর বিরোধী নেতারা বলছেন, বিজেপি সরকারের এই অবস্থানের মূল কারণ হল দলিত–বিরোধী মানসিকতা​ই ৷

Latest article