বিজেপি শাসিত রাজ্যগুলিতে লক্ষ্মীর ভাণ্ডারে ২০০০ টাকা করে দিক, চ্যালেঞ্জ অভিষেকের

Must read

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আরও এক চ্যালেঞ্জের সম্মুখীন বিজেপি। একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ (Abhishek Banerjee)। আর কোনও চ্যালেঞ্জেই গ্রহণ করে জবাব দিতে পারছে না বিজেপি। এর আগে বাংলাকে কত টাকা দিয়েছে কেন্দ্রের মোদি সরকার- তার শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানিয়েছিলেন অভিষেক। কিন্তু দেড়শো ঘণ্টা পেরিয়ে গেলেও কেউ আসেনি সেই শ্বেতপত্র নিয়ে। বুধবার বসিরহাটের সভা থেকে অভিষেক চ্যালেঞ্জ ছুড়লেন, যে রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় আছে তার যে কোনও একটিতে মহিলাদের মাসে অন্তত ২০০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দেখাক বিজেপি। তিনি রাজনীতি আঙিনায় আর পা রাখবেন না। এর সঙ্গে অভিষেকের সংযোজন, জানি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না বিজেপি।

ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বাংলার মহিলাদের পরিবারের একজনকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেবেন। প্রতিশ্রুতি পূরণ করেছিলেন মুখ্যমন্ত্রী। শুধু পরিবারের একজন নয়, প্রত্যেক মহিলাকেই লক্ষ্মীর ভান্ডারের টাকা দেয় রাজ্য সরকার। সম্প্রতি সেই টাকা দ্বিগুণ করা হয়েছে। সাধারণ সম্প্রদায়ের মহিলারা আগে ৫০০ টাকা করে পেতেন এখন পান হাজার টাকা করে। তপশিলি জাতি-উপজাতি-সহ অন্যান্য শ্রেণির মহিলারা আগে হাজার টাকা করে পেতেন এখন পান বারোশো টাকা করে পান। ভোটের আগে নিজেদের পালে হাওয়া টানতে বিজেপি প্রচার করছে, তারা এলে এই টাকার তিনগুণ করে দেবে অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডারে মহিলারা তিন হাজার টাকা করে পাবেন। বিজেপির এই ভুয়ো প্রতিশ্রুতির পাল্টা চ্যালেঞ্জ করলেন অভিষেক। বসিরহাটের সভা থেকে তিনি বলেন, দেশের যে রাজ্যগুলিতে বিজেপি ক্ষমতায় রয়েছে তার যে কোনও একটিতে ৩০০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে দেখাক বিজেপি। পরে তিনি বলেন, ৩০০০ দিতে হবে না। ২০০০ টাকা করে মহিলাদের দিক তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। এর আগে অভিষেকের দেওয়া কোনও চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেনি বিজেপি। সভা মঞ্চ থেকে কটাক্ষ করে অভিষেক বলেন, এই চ্যালেঞ্জটাও বিজেপি রাখতে পারবে না আমি জানি।

আরও পড়ুন- ৩১ ডিসেম্বরের মধ্যে আবাসের প্রথম কিস্তির টাকা আবেদনকারীদের অ্যাকাউন্টে, আশ্বাস অভিষেকের

২০১৭-১৮ আবাস যোজনার যে সমীক্ষা হয়েছিল, তাদের মধ্যে বৈধ আবেদনকারীদের টাকা ২০২১-এর পরে আর দেয়নি কেন্দ্রের মোদি সরকার। ১০০দিনের কাজ করেও টাকা দেয়নি। অথচ বাংলায় প্রচারে এসে স্বয়ং প্রধানমন্ত্রী ভুল তথ্য দিচ্ছেন। এই নিয়ে এদিন তুলোধনা করেন অভিষেক। বলেন, প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলছেন! এই জিনিস আগে দেখিনি। এরপরে তিনি জানান ৬দিন অর্থাৎ দেড়শ ঘন্টা আগে তিনি বলেছিলেন বাংলাকে ২০২১ পর থেকে আবাস ও ১০০ দিনের কাজের কত টাকা দিয়েছে কেন্দ্র তার শ্বেতপত্র নিয়ে তাঁর মুখোমুখি হন বিজেপি নেতৃত্ব। তারপরের থেকে অভিষেক (Abhishek Banerjee) একের পর এক সভা করেছেন, কিন্তু কোন সভাতেই বিজেপির কোনও প্রতিনিধিকে দেখা যায়নি। বসিরহাট থেকে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, যে কোনও টিভি চ্যানেলের যেকোনও সময়, যেকোনও সঞ্চালক এর সামনে তিনি কাগজ নিয়ে উপস্থিত হতে প্রস্তুত। বিজেপি সেখানেই তাদের টাকা দেওয়ার শ্বেতপত্র প্রকাশ করুক।

এই প্রসঙ্গেই সিএএর কথা তুলে অভিষেক বলেন, নিজেরা শ্বেতপত্র প্রকাশ করতে পারছে না, আর আমাদের কাছে কাগজ চাইছে। CAA করলে এরপর NRC করবে কেন্দ্র। বাংলায় যতদিন তৃণমূল আছে এনআরসি হতে দেবে না- স্পষ্টবার্তা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

Latest article