স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট, ভোটের আগে ইডি ডাকতে পারবে না অভিষেককে

একই নির্দেশ রুজিরা আর সচিবের ক্ষেত্রেও

Must read

প্রতিবেদন : লোকসভা নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Supreme Court- Abhishek Banerjee) ডাকতে পারবে না ইডি, বুধবার সাফ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। একই নির্দেশ প্রযোজ্য অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় ও আপ্ত সহায়ক সুমিত রায়ের ক্ষেত্রেও। তাঁদেরও ডাকতে পারবে না ইডি। আগামী ১০ জুলাই পরবর্তী শুনানি পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে বলে জানিয়েছেন অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু। ডায়মন্ড হারবারের সাংসদ এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ইডি শেষ ডেকেছিল ২০২২ সালের মার্চ মাসে। আর তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শেষবার ডেকেছিল ২০২৩-এর সেপ্টেম্বরে। তারপর থেকে তাঁদের আর ডাকা হয়নি। শুধু তা-ই নয়, যতবারই ডাকা হয়েছে তাঁরা তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করেছেন। এই প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের নির্দেশ, ভোট প্রক্রিয়া শেষ হওয়ার আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Supreme Court- Abhishek Banerjee) ও রুজিরা বন্দ্যোপাধ্যায়কে আর কোনওভাবেই ডাকতে পারবে না এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

আরও পড়ুন- বিজেপি শাসিত রাজ্যগুলিতে লক্ষ্মীর ভাণ্ডারে ২০০০ টাকা করে দিক, চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন এলেই বিরোধী রাজনৈতিক দলগুলিকে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে হেনস্থা করে মোদি সরকার— এই অভিযোগ একা তৃণমূলের নয়, বাম, কংগ্রেস, এসপি, আরজেডি, শিবসেনা, আপ— সব রাজনৈতিক দলেরই। এর আগে যতবারই কেন্দ্রীয় এজেন্সি ডেকেছে অভিষেক গিয়ে তাঁর বক্তব্য জানিয়ে এসেছেন। শুধু তা-ই নয়, দীর্ঘ ৯-১০ ঘণ্টা কেন্দ্রীয় এজেন্সির অফিসে থাকার পরেও বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপির এই রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে হুঙ্কার দিয়েছেন। ভোটের আগে তাঁর রাজনৈতিক কর্মসূচি রয়েছে। সেই কারণে তিনি খুবই ব্যস্ত। এই পরিস্থিতিতে তাঁকে আর ডাকতে পারবে না ইডি। স্পষ্ট নির্দেশ শীর্ষ আদালতের।

Latest article