পিচাই ও জুকারবার্গকে চিঠি দিল ‘ইন্ডিয়া’

নিরপেক্ষ ভূমিকা পালন করুক সমাজমাধ্যম

Must read

প্রতিবেদন : সামাজিক অস্থিরতা সৃষ্টি করতে বা ভারতের গণতান্ত্রিক আদর্শকে বিকৃত করতে ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃতভাবে যাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যবহার করা না হয় তার আর্জি জানাল বিজেপি-বিরোধী ইন্ডিয়া জোট। এ-বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে মেটা (ফেসবুক) এবং গুগল-এর সিইও-মার্ক জুকারবার্গ ও সুন্দর পিচাইকে চিঠি দিয়েছেন বিরোধী নেতারা (India alliance)।

আরও পড়ুন- হামাসের বিধ্বংসী পরিকল্পনার আগাম আঁচ পেতে ব্যর্থ মোসাদ

চিঠিতে ওয়াশিংটন পোস্টের একটি অনুসন্ধানমূলক সংবাদ প্রতিবেদন উল্লেখ করে অভিযোগ করা হয়েছে, বিজেপি এবং তাদের সাঙ্গোপাঙ্গোরা এই প্ল্যাটফর্মগুলিকে ভুল তথ্য ও বিভ্রান্তি ছড়ানোর হাতিয়ার হিসাবে ব্যবহার করছে। চিঠিতে আরও বলা হয়েছে, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ভারতে সামাজিক বৈষম্য বৃদ্ধি এবং সাম্প্রদায়িক বিদ্বেষ উসকে দেওয়ার দায় এড়াতে পারে না। কেন্দ্রের শাসক দল বিজেপির বক্তব্য অবাধে প্রচারিত হলেও এইসব প্ল্যাটফর্মে বিরোধী নেতাদের (India alliance) বক্তব্য প্রচারে রাশ টানা হয়। এই ভূমিকা বৈষম্যমূলক। চিঠিতে উল্লেখ করা হয়েছে, ইন্ডিয়া জোট ভারতের ২৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে। চিঠিতে স্বাক্ষর করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী, এনসিপি প্রধান শারদ পাওয়ার, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন, শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ও জেএমএম নেতা হেমন্ত সোরেন, আরজেডি নেতা তেজস্বী যাদব, ডিএমকে নেতা টি আর বালু, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, জেডিইউ সভাপতি লল্লান সিং, পিডিপি প্রধান মেহবুবা মুফতি, সিপিআই নেতা ডি রাজা, সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ প্রমুখ।

Latest article