নয়াদিল্লি: আগেই ঠিক ছিল ২০৩৪ ফিফা বিশ্বকাপের (2034 world cup) আসর বসবে এশিয়াতে। গত ৩১ অক্টোবর ছিল আয়োজনের দাবি জানানোর শেষ দিন। সৌদি আরব ও অস্ট্রেলিয়া শুরুতে আবেদন জানালেও, পরে সরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। ফলে সৌদি আরবের দায়িত্ব পাওয়া কার্যত নিশ্চিত। এবার হঠাৎ করেই আসরে ভারত। সৌদির সঙ্গে বিশ্বকাপের সহ-আয়োজক হতে কোমর বেঁধে আসরে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কর্তারা!
২০৩৪ বিশ্বকাপে (2034 world cup) অংশ নেবে মোট ৪৮টি দেশ। সব মিলিয়ে টুর্নামেন্টে মোট ১০৪টি ম্যাচ হবে। এর মধ্যে অন্তত ১০টি ম্যাচ আয়োজন করতে চাইছে ফেডারেশন। গত ৯ নভেম্বর এআইএফএফ-এর এক্সিকিউটিভ কমিটির বৈঠকে এই বিষয়ে একপ্রস্থ আলোচনাও হয়েছে। এর আগে সৌদির বিশ্বকাপ আয়োজনের দাবিকে সমর্থন জানিয়েছিল ভারত। এবার তার বিনিময়ে ২০৩৪ বিশ্বকাপের ১০টি ম্যাচ সহ-আয়োজক হিসাবে পেতে চায় ভারত। প্রশ্ন হচ্ছে, সহ-আয়োজক হলে কি ভারতীয় দল সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে? যদিও এই বিষয়ে কোনও দরাদারিতে যেতে রাজি নন ফেডারেশন কর্তারা। তাঁদের লক্ষ্য শুধুই বিশ্বকাপের ১০টি ম্যাচ আয়োজন করা।
আরও পড়ুন- আজ আইপিএল নিলাম, স্টার্ককে চায় কেকেআর