বার্মিংহাম, ২৮ জুলাই : শুক্রবার কমনওয়েলথ গেমসের (Commonwealth Games) প্রথম দিন একাধিক ইভেন্টে নামছে ভারত। তবে সব চোখ মেয়েদের ক্রিকেট এবং হকিতে। হরমনপ্রীত কৌর এবং সবিতা পুনিয়ারা জয় দিয়ে অভিযান শুরু করতে চান।
এই প্রথম মেয়েদের ক্রিকেট গেমসে অন্তর্ভূক্ত হয়েছে। হরমন, স্মৃতি মান্ধানারা কমনওয়েলথে (Commonwealth Games) অভিষেকেই সোনা জিততে মরিয়া। শনিবার গ্রুপ পর্বে ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বার্মিংহাম পৌঁছেই এজবাস্টনের মাঠে স্মৃতি-হরমনরা অস্ট্রেলিয়া ম্যাচের প্রস্তুতিতে নেমে পড়েন। নেটে জেমাইমা রডরিগেজ, স্মৃতিদের চুটিয়ে অনুশীলন করতে দেখা গিয়েছে। স্বস্তির খবর, কোভিডমুক্ত হয়ে বৃহস্পতিবার রাতের মধ্যেই বার্মিংহামে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা মেঘনা সিংয়ের। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি খেলতে পারেন। তবে পেসার অলরাউন্ডার পূজা বস্ত্রকারের নিভৃতাবাস এখনও শেষ হয়নি। তাই তিনি এখনও বেঙ্গালুরুতেই রয়েছেন। অধিনায়ক হরমনপ্রীত বলেছেন, ‘‘সোনা জয়ের লক্ষ্যেই আমরা মাঠে নামব। প্রথম কমনওয়েলথ গেমস স্মরণীয় করে রাখতে চাই।’’ একই দিনে অভিযান শুরু করছে ভারতীয় মহিলা হকি দল। প্রতিপক্ষ ঘানা। অধিনায়ক সবিতার কথায়, ‘‘বিশ্বকাপে ব্যর্থতা ঢাকার সেরা সুযোগ আমাদের
কাছে। কমনওয়েলথে সেরাটা দিয়ে চ্যাম্পিয়ন হতে চাই।’’
এ-ছাড়াও শুক্রবার গেমসে প্রথম দিন নজর থাকবে ব্যাডমিন্টনে ভারত-পাকিস্তান দ্বৈরথে। মিক্সড টিম ইভেন্টে লড়বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। প্রথম দিন নামছেন ভারতীয় বক্সার শিব থাপা, আশিস কুমাররা। স্কোয়াশে নজর থাকবে সৌরভ ঘোষাল, জোৎস্না চিনাপ্পাদের দিকে। টেবল টেনিসে কোয়ালিফায়ার খেলবেন মনিকা বাত্রা,
শরথ কমলরা।
আরও পড়ুন: অ্যাটলেটিকোতে ব্যানার, চাই না রোনাল্ডোকে