অ্যাটলেটিকোতে ব্যানার, চাই না রোনাল্ডোকে

Must read

মাদ্রিদ, ২৮ জুলাই : একে একে নিভিছে দেউটি! কোথাও আশার আলো দেখতে পাচ্ছেন না ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছাড়তে মরিয়া ছিলেন। কিন্তু ইউরোপের কোনও ক্লাব ৩৭ বছরের মহাতারকাকে দলে নিতে রাজি হচ্ছে না।
পিএসজি, চেলসি, বায়ার্ন একে একে মুখ ফিরিয়ে নিয়েছিল। শোনা যাচ্ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের নাম। এবার তাদের সমর্থকরা মাঠে ব্যানার লিখে নিয়ে এল, ‘সিআর ৭ নট ওয়েলকাম’ (Ronaldo Not Welcome)। এর আগে সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোকে না নেওয়ার ক্যাম্পেনও শুরু হয়েছিল অ্যাটলেটিকোতে। ক্লাবের প্রি-সিজন ম্যাচে মাঠেও রোনাল্ডো-বিরোধী প্রচার শুরু হয়ে গেল। তার আগে অ্যাটলেটিকোর প্রেসিডেন্টও অবশ্য জানিয়েছিলেন, রোনাল্ডোকে নেওয়া সম্ভব নয়।
রোনাল্ডো ম্যাঞ্চেস্টার ছেড়ে দিতে চান বলে ক্লাবকে জানিয়েছিলেন। ম্যান ইউ অবশ্য তাঁকে ছাড়তে রাজি নয়। ম্যাঞ্চেস্টারের নতুন কোচ এরিক টেন হ্যাগ জানিয়েছেন, রোনাল্ডোকে রেখেই তাঁর নতুন মরশুমের পরিকল্পনা ছকে ফেলেছেন। কিন্তু তারপরও সিআর সেভেনকে নিয়ে জল্পনা জারি ছিল। এই মরশুমে তিনি ক্লাবের হয়ে ২৪টি গোল করেছেন। কিন্তু ম্যান ইউ ইপিএলে ষষ্ঠস্থানে শেষ করেছে। ফলে তাদের পক্ষে চ্যাম্পিয়ন্স লিগে খেলা সম্ভব হবে না।
রোনাল্ডো পারিবারিক কারণে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় প্রি-সিজন ম্যাচ খেলতে যাননি। তখন টেন হ্যাগ দাবি করেছিলেন, তিনি পরিস্থিতি সম্পর্কে সম্পূর্ণ অবহিত নন। সোমবার রোনাল্ডো (Ronaldo Not Welcome) তাঁর এজেন্ট জর্জ মেন্ডেসকে নিয়ে ম্যাঞ্চেস্টারে এসেছেন। এজেন্টকে নিয়ে আসার অর্থ এটাই যে, সবকিছু থিতিয়ে যায়নি।

আরও পড়ুন: দ্রৌপদী মুর্মুকে রাষ্ট্রপত্নী বলে বিপাকে প্রদেশ সভাপতি

Latest article