নক আউট নিশ্চিত করার ম্যাচ ভারতের, আজ সামনে ওয়েলস, ধোঁয়াশা হার্দিকে

বৃহস্পতিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বিশ্বকাপ হকিতে নক আউট নিশ্চিত করার লক্ষ্যে নামছে ভারতীয় পুরুষ হকি দল।

Must read

ভুবনেশ্বর, ১৮ জানুয়ারি : বৃহস্পতিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে বিশ্বকাপ হকিতে নক আউট নিশ্চিত করার লক্ষ্যে নামছে ভারতীয় পুরুষ হকি দল। পুল ডি-তে হরমনপ্রীত সিং, পি আর শ্রীজেশদের সামনে এবার ওয়েলস। যাদের এবারই বিশ্বকাপে অভিষেক হয়েছে।
ইংল্যান্ড ম্যাচের পর ভারতের চিন্তা বেড়েছিল মিডফিল্ডার হার্দিক সিংয়ের চোট নিয়ে। কিন্তু প্রথম দু’দিন ভালভাবে হাঁটতে না পারা হার্দিক এখন হাঁটতে পারছেন। অনেকটাই উন্নতি করেছেন। কিন্তু ওয়েলস ম্যাচে দাপুটে এই মিডিও সম্ভবত খেলতে পারবেন না। ভারতীয় শিবির আশা করছেন, হার্দিককে নক আউট পর্ব থেকে পাওয়া যাবে। তাই ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাঁর পরিবর্ত চাওয়া হয়নি। ভারতীয় দলের অনুশীলন চলাকালীন মাঠের ধারে দাঁড়িয়ে হার্দিক নিজেও বলেছেন, ‘‘হালকা টান ছিল। হ্যামস্ট্রিংয়ের সঙ্গে সম্পর্ক নেই। আমি ঠিক আছি।’’

আরও পড়ুন-বাংলা ভাগ নয়, নদীভাঙনে অবিলম্বে টাকা দিক কেন্দ্র

বিকল্প ব্যবস্থাও তৈরি ভারতীয় দলের। যদি হার্দিক বিশ্বকাপ থেকে ছিটকে যান, তাহলে মিডফিল্ডার রাজকুমার পল এবং ড্র্যাগ ফ্লিকে দক্ষ ডিফেন্ডার যুগরাজ সিংয়ের মধ্যে একজনকে বেছে নিতে হবে টিম ম্যানেজমেন্টকে। তার আগে নক আউট নিশ্চিত করতে হবে ওয়েলসকে হারিয়ে। ভারতের পক্ষে স্বস্তির খবর, বৃহস্পতিবার প্রথমে স্পেন-ইংল্যান্ড ম্যাচের ফলাফল দেখে মাঠে নামতে পারবে তারা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সরাসরি শেষ আটে যেতে হলে ওয়েলসকে বড় ব্যবধানে হারাতে হবে ভারতকে। কারণ, ইংল্যান্ডের সঙ্গে পয়েন্টে (৪) সমান হলেও গোল পার্থক্যে পিছিয়ে ভারত।

Latest article