রেল হকারদের নিয়ে লড়াইয়ে আইএনটিটিইউসি

সম্প্রতি কোনও পরিকল্পনা ছাড়াই রেলের হকারদের তুলে দেওয়ার সিদ্বান্ত নিয়েছে রেল। এর ফলে কাজ হারাবেন বহু মানুষ।

Must read

প্রতিবেদন : হকারদের রুটি-রুজি কেড়ে নিচ্ছে রেল। এর বিরুদ্ধে বৃহত্তর প্রতিবাদে নামছে আইএনটিটিইউসি। সম্প্রতি কোনও পরিকল্পনা ছাড়াই রেলের হকারদের তুলে দেওয়ার সিদ্বান্ত নিয়েছে রেল। এর ফলে কাজ হারাবেন বহু মানুষ। এককথায় মানুষকে ভাতে মারার বিরাট কর্মযজ্ঞে নেমেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের এই জনবিরোধী কাজের বিরুদ্ধে ইতিমধ্যেই রাজ্যের নানান জায়গায় প্রতিবাদে সরব হয়েছে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি। মানুষের ন্যায্য দাবি আদায়ের জন্য লড়ছেন তাঁরা। এবার এই ইস্যুতেও হবে জোরালো প্রতিবাদ।

আরও পড়ুন-মোদি সরকারের দুই ভাই, ইডি আর সিবিআই

কেন্দ্রের হকার উচ্ছেদ প্রসঙ্গে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, জনগণের সুরক্ষা নিয়ে ভাবে না রেল। করমণ্ডল এক্সপ্রেসের এত বড় দুর্ঘটনার পরেও সুরক্ষার জন্য ১ লক্ষ ৪২ হাজার শূন্যপদ পূরণ না করে বেসরকারীকরণের রাস্তায় নেমেছে রেল। হঠাৎ করে হকার উচ্ছেদের এই সিদ্ধান্ত ভয়াবহ। হকারদের রোজগারের ওপর নির্ভর করে তাঁদের পরিবারও। কোনওরকম বিকল্প ব্যবস্থা না করে রেলের এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। হকারদের ওপর জোরজুলমের বিরুদ্ধে আন্দোলন চলছিল। এই ঘটনায় নতুন করে রূপরেখা তৈরি করে ডিভিশন ধরে ধরে আন্দোলন চলবে।

Latest article