ব্রিজভূষণ দোষী, সরব এবার রেফারিও

এদিকে, শুক্রবার দুপুরে দিল্লি পুলিশের কর্তারা তদন্তের স্বার্থে একজন কুস্তিগিরকে অভিযুক্ত ব্রিজভূষণের অফিসে নিয়ে যান।

Must read

নয়াদিল্লি, ৯ জুন : দিল্লি পুলিশ যখন তদন্তের জাল গুটিয়ে আনছে, তখন অভিযুক্ত কুস্তি কর্তা ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে আরও চাপ বাড়িয়ে সরব হয়েছেন আন্তর্জাতিক রেফারি জগবীর সিং। দাবি করেছেন, মহিলা কুস্তিগিরদের প্রতি ব্রিজভূষণের দুর্ব্যবহারের সাক্ষী তিনি।
সংবাদসংস্থাকে জগবীর বলেছেন, ‘‘আমি ২০০৭ সাল থেকে ইউডব্লুডব্লু (ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং) রেফারি। আন্দোলনরত কুস্তিগিরদের জন্মের আগে থেকে আমি রেফারিং করি। ব্রিজভূষণকেও আমি দীর্ঘদিন ধরে চিনি। যেহেতু মেয়েরা অভিযোগ জানিয়েছে, তদন্ত চলছে। তাই কিছু বলতে পারব না। কিন্তু আমি নিজের চোখে দেখেছি মেয়েদের প্রতি ব্রিজভূষণের দুর্ব্যবহার। খুব খারাপ লেগেছিল আমার।’’

আরও পড়ুন-রেল হকারদের নিয়ে লড়াইয়ে আইএনটিটিইউসি

ঘটনার বর্ণনা দিতে গিয়ে জগবীর বলেন, ‘‘২০১৩ সালে কাজাখস্তানে ব্রিজভূষণ আমাদের বলেছিল, তোমাদের আজ ভারতীয় খাবার খাওয়াব। জুনিয়র কুস্তিগিরদের নিয়ে হোটেলেই পার্টির আয়োজন করেন। সেখানে মদ্যপ অবস্থায় ব্রিজভূষণ ও তার সঙ্গীরা অশালীন আচরণ করে মেয়েদের সঙ্গে। গত বছরও আমি কিছু ঘটনার সাক্ষী ছিলাম। দেশে কোনও জাতীয় প্রতিযোগিতায় ব্রিজভূষণ সবসময় দু’তিন জন মেয়েকে সঙ্গে নিয়ে ঘুরত। কিন্তু আমরা প্রতিবাদ করতে পারতাম না।’’

আরও পড়ুন-মোদি সরকারের দুই ভাই, ইডি আর সিবিআই

এদিকে, শুক্রবার দুপুরে দিল্লি পুলিশের কর্তারা তদন্তের স্বার্থে একজন কুস্তিগিরকে অভিযুক্ত ব্রিজভূষণের অফিসে নিয়ে যান। সেখানে শ্লীলতাহানির ঘটনার পুননির্মাণ করা হয়। ১৫ জুনের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট জমা দিতে চায় পুলিশ।

Latest article