সংবাদদাতা, ঝাড়গ্রাম : আইএনটিটিইউসির ঝাড়গ্রাম জেলা বাস শ্রমিক সংগঠনের পক্ষ থেকে পুজোর আগে শ্রমিকদের সাহায্য করা হল। প্রায় ৬০ জন শ্রমিকের হাতে কিছু টাকা আর্থিক সহায়তা দেওয়া হল। সঙ্গে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা করা হল।
আরও পড়ুন-বিক্রি বাড়াতে সেলেবরা হাজির তন্তুজ-র শোরুমে
ঝাড়গ্রাম জেলা বাস পরিবহণ শ্রমিক সংগঠনের জেলা সভাপতি বিশ্বরঞ্জন মুখোপাধ্যায় বলেন, ‘আমাদের সংগঠন সর্বদা শ্রমিকের পাশে আছে। আমাদের নেত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে, অভিষেক বন্দোপাধ্যায়ের আদর্শে শ্রমিক স্বার্থে কাজ করে যাব। পুজোর আগে আমরা সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন অফিস থেকে প্রায় ৬০ জন অবসরপ্রাপ্ত বাসশ্রমিকের হাতে কিছু ভাতা তুলে দিলাম। এই রকম ভাতা আমরা সংগঠনের পক্ষ থেকে প্রতি মাসে অবসরপ্রাপ্ত শ্রমিকদের দিয়ে থাকি। এ-ছাড়াও প্রতি রবিবার একজন ডাক্তারকে দিয়ে সমস্ত শ্রমিকের স্বাস্থ্যপরীক্ষা করানো হয়। পুজোর আগে রবিবার সেই স্বাস্থ্যপরীক্ষা হল। পুজোর আগে পরিবহন শ্রমিকদের বোনাস সংক্রান্ত যে দাবি মালিকপক্ষের কাছে পেশ করেছি, সেটাও তাঁদের প্রমাণ-সহ জানানো হয়।