সংবাদদাতা, হলদিয়া : নেতারা বলছেন শ্রমিক-কর্মীরা শুনছেন, এটাই সাধারণত যে কোনও শ্রমিক সমাবেশের চিরাচরিত ছবি। আগামী ২৭ মে আইএনটিটিইউসির উদ্যোগে হলদিয়ার শ্রমিক সম্মেলনে হবে ঠিক এর উল্টো। সেখানে শ্রমিকেরা বলবেন আর শুনবেন নেতারা৷ কারণ গত ১১ বছরে এই শিল্পতালুকের শ্রমিকেরা কেমন আছেন, তাঁদের যাঁরা নেতৃত্ব দিয়েছেন, তাঁরা কেমন ছিলেন, নেতা হিসেবে, শ্রমিক হিসেবে তাঁদের জীবনধারণের মান কেমন, সরকারের কাছে, শিল্পসংস্থার কাছে কী আশা করেন তাঁরা— এসব শ্রমিকদের মুখ থেকেই শুনবেন সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুন-বিজেপি প্রার্থীর আর্থিক প্রতারণা
শুধু শোনা নয়, রীতিমতো নোট নেবেন৷ কারণ, পরবর্তী অধ্যায়ে এই নোট অনুযায়ী শ্রমিকদের অভাব-অভিযোগগুলি খতিয়ে দেখে সেই অনুযায়ী পদক্ষেপ নেবে দল। ২৭শের শ্রমিক সম্মেলনের পরদিন ২৮ মে প্রকাশ্য সমাবেশে বক্তব্য পেশ করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার তরুণচন্দ্র জানা অডিটোরিয়ামে তারই প্রস্ততি বৈঠক হল। ছিলেন আইএনটিটিইউসির সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী মলয় ঘটক, সৌমেন মহাপাত্র, অখিল গিরি, ড. জ্যোতির্ময় কর, শ্রীকান্ত মাহাতো-সহ হলদিয়া ও জেলার অন্যান্য বিধায়ক এবং নেতৃত্ব।
আরও পড়ুন-রূপশ্রী-দুর্নীতি রুখতে বিয়েবাড়িতে বিডিও
এদিনের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, হলদিয়ায় ২৮ মে-র প্রকাশ্য সমাবেশ হবে হলদিয়ার রানিচক সংহতি ময়দানে। মঞ্চের নাম রাখা হয়েছে ‘সতীশ সামন্ত মঞ্চ’। এই মঞ্চেই বক্তব্য পেশ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর ২৭শের শ্রমিক সম্মেলন হবে তরুণচন্দ্র জানা অডিটোরিয়ামে। সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানালেন, সংগঠিত ও অসংগঠিত দু’ধরনের শ্রমিকদের উপস্থিতিই থাকবে চোখে পড়ার মতো।