পুলিশের উপর গুলির ঘটনায় গ্রেফতার হল আইএসএফ কর্মী

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এই মইনুদ্দিনও। পুলিশ ধরতে গেলে পাল্টা পুলিশকে লক্ষ্য করে মইনুদ্দিন তিন রাউন্ড গুলি চালিয়েছিলেন।

Must read

পঞ্চায়েত ভোট (Panchayat election) গণনার দিন গণনাকেন্দ্রে হামলা ছাড়াও রাতে পুলিশের উপর গুলি চালানোর অভিযোগ উঠেছিল ভাঙড়ে। কাশীপুর থানার পুলিশ (Kashipur police station) এই ঘটনায় মূল অভিযুক্তদের একজন ভাঙরের পানাপুকুর এলাকা থেকে মহিউদ্দিন মোল্লাকে গ্রেফতার করল। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তি একজন আইএসএফ কর্মী।

আরও পড়ুন-বিশ্বকাপের আগে অডি গাড়িতে ট্রাফিক আইন ভেঙে শাস্তির মুখে বাবর আজম

গত ১১ জুলাই গণনার রাতে ভাঙড়ের কাঠালিয়ায় গণনাকেন্দ্রের একটু দূরে বোমাবাজি শুরু করে একদল দুষ্কৃতী। সেদিন পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এই মইনুদ্দিনও। পুলিশ ধরতে গেলে পাল্টা পুলিশকে লক্ষ্য করে মইনুদ্দিন তিন রাউন্ড গুলি চালিয়েছিলেন। গ্রেফতারের সময় তার কাছে থেকে একটি বন্দুক এবং দু’ রাউন্ড তাজা কার্তুজও উদ্ধার হয়। সমীর ঘোষ নামে আরও একজনকে গ্রেফতার করেছে কাশীপুর থানার পুলিশ। এলাকায় পুলিশের গাড়ি ঢুকলে মইনুদ্দিনকে খবর দেওয়ার কাজ করত সমীর। ২০০ টাকা করে পেতেন এই কাজের জন্য তিনি।

Latest article