দাদা সাহেব ফালকে সম্মান পেতে চলেছেন অভিনেত্রী ওয়াহিদা রহমান

১৯৫৭ সালে ‘পেয়সা’ ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেন তিনি। তিনি সত্যজিৎ রায়ের অভিযান ছবিতেও অভিনয় করেন।

Must read

বলিউডের (Bollywood) কিংবদন্তি অভিনেত্রী ওয়াহিদা রহমান (Waheeda Rahman) ২০২৩ সালে দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেতে চলেছেন। এমনটাই ঘোষণা করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। গাইড, পিয়াসা, কাগজ কে ফুল এবং খামোশি-র মতো সিনেমায় কাজ করেছেন ওয়াহিদা রহমান।

আরও পড়ুন-পুলিশের উপর গুলির ঘটনায় গ্রেফতার হল আইএসএফ কর্মী

এক্সে একটি পোস্টে, অনুরাগ ঠাকুর জানান, ‘অত্যন্ত আনন্দ ও গর্ব হচ্ছে এটা ঘোষণা করতে পেরে যে ভারতীয় সিনেমার প্রতি ওঁর অসাধারণ কৃতিত্বের জন্য ওয়াহিদা রহমানজির হাতে দাদাসাহেব ফালকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে। ’

তিনি আরো লিখেছেন, ‘হিন্দি সিনেমায় তাঁর কাজ সমালোচকদের দ্বারা বিশেষভাবে প্রশংসিত হয়েছে। ৫ দশকেরও বেশি কেরিয়ারে রেশমা ও শেরা সিনেমার জন্য তিনি পেয়েছেন জাতীয় পুরস্কার। ওয়াহিদাজি পদ্মশ্রী আর পদ্মভূষণ সম্মানও পেয়েছেন। তিনি একজন ভারতীয় নারী শক্তির উদাহরণ যিনি, কঠোর পরিশ্রমের সঙ্গে সুনাম অর্জন করেছেন।’

আরও পড়ুন-বিশ্বকাপের আগে অডি গাড়িতে ট্রাফিক আইন ভেঙে শাস্তির মুখে বাবর আজম

১৯৩৬ সালের ১৪ মে ভারতের তামিলনাড়ু রাজ্যে জন্মগ্রহণ করেন ওয়াহিদা। ১৯৫৬ সালে ‘সিআইডি’ ছবিতে অভিনয় দিয়েই হিন্দি সিনেমার জগতে প্রবেশ করেন তিনি। ১৯৫৭ সালে ‘পেয়সা’ ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেন তিনি। তিনি সত্যজিৎ রায়ের অভিযান ছবিতেও অভিনয় করেন।

Latest article