বিশ্বকাপের আগে অডি গাড়িতে ট্রাফিক আইন ভেঙে শাস্তির মুখে বাবর আজম

অবসর সময়টা নিজের মত করে কাটাতে গিয়েই বিপাকে পড়লেন তিনি। নতুন অডি গাড়ি নিয়ে লাহোরের রাস্তায় বেরিয়েছিলেন ক্রিকেট তারকা।

Must read

পাকিস্তান (Pakistan) অধিনায়ক বাবর আজমের (Babar Azam) নেতৃত্বে আসন্ন ওডিআই বিশ্বকাপে খেলতে চলেছে পাকিস্তান দল। আপাতত দেশে ফিরে ছুটির মেজাজে রয়েছেন বাবর। কিন্তু ছুটির মধ্যেই নিয়ম ভেঙে পড়লেন বিপাকে। নিজের অডি গাড়ি করে তিনি বেড়াতে গিয়েছিলেন। গাড়িতে বেপরোয়া গতির জন্য পাকিস্তান ট্রাফিক পুলিশের জরিমানার কবলে পড়লেন তিনি। জাতীয় দলের অধিনায়ক হলেও আইন ভাঙার ফলে তাঁকে জাতীয় হাইওয়ে এবং মোটরওয়ে পুলিশ ছেড়ে কথা বলে নি।

আরও পড়ুন-মুজাফফরপুর-বেঙ্গালুরু ট্রেনের ইঞ্জিন থেকে ধোঁয়া, আতঙ্কে যাত্রীরা

বাবর আজমকে এই কারণে জরিমানা করল পাকিস্তান ট্রাফিক পুলিশ। জরিমানা দেওয়ার পরে বাবরের একটি ছবি ভাইরাল হয়েছে। তাঁর পরনে ছিল একটি কালো হাফ প্যান্ট এবং একটি কালো স্লিভলেস টি-শার্ট।পাশে রয়েছেন একজন পাক ট্রাফিক পুলিশের কর্মী। রয়েছে বাবরের অডি গাড়িটি। স্পিড লিমিট ক্রস করে ট্রাফিক আইন ভাঙার মাসুলও গুনতে হল তাঁকে।

আরও পড়ুন-অ্যাপ-নির্ভর বাইক ট্যাক্সি মালিকদের লাইসেন্স দেবে রাজ্য

অবসর সময়টা নিজের মত করে কাটাতে গিয়েই বিপাকে পড়লেন তিনি। নতুন অডি গাড়ি নিয়ে লাহোরের রাস্তায় বেরিয়েছিলেন ক্রিকেট তারকা। নিজেই চালাচ্ছিলেন গাড়ি বলেই খবর। তাঁর গাড়িতে অতিরিক্ত গতি থাকায় পাকিস্তানের ন্যাশনাল হাইওয়েজ ও মোটরওয়ে পুলিশ তাঁকে থামিয়ে দেয়। কয়েক দিনের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয় বার শাস্তির মুখে পড়তে হয়েছে বাবরকে। কিছুদিন আগেই গাড়িতে নির্ধারিত মাপের থেকে ছোট নম্বর প্লেট লাগানোর কারণে জরিমানা দিতে হয়েছিল তাঁকে। শুল্ক দফতরের কর্তারা লাহোরের লিবার্টি চকে তাঁর গাড়ি আটকেছিল। তারপরেই এই ঘটনা।

Latest article