কামিন্সকে তোপ দাগলেন জনসন, ল্যাঙ্গারের পদত্যাগ

Must read

মেলবোর্ন, ৬ ফেব্রুয়ারি : জাস্টিন ল্যাঙ্গার কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ায় তোলপাড় অস্ট্রেলীয় ক্রিকেট মহলে। রিকি পন্টিং, ম্যাথু হেডেনদের মতো প্রাক্তন তারকারা এ নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন। এবার সেই তালিকায় যোগ হল আরেক প্রাক্তন মিচেল জনসনের নাম। গোটা ঘটনার জন্য তিনি বর্তমান টেস্ট ক্যাপ্টেন প্যাট কামিন্সকে দায়ী করেছেন।

আরও পড়ুন-কালিম্পঙে দেখা গেল কাঞ্চনজঙ্ঘা

জনসনের তোপ, ‘‘কামিন্স মেরুদণ্ডহীন। দলের অধিনায়ক হিসেবে ল্যাঙ্গারের পদত্যাগ নিয়ে ইতিবাচক ভূমিকা পালন করতেই পারত। কিন্তু ও নীরব থেকেছে। এর তো একটাই মানে হয়, কামিন্স চায়নি, ল্যাঙ্গার কোচ থেকে যাক।” এখানেই না থেমে জনসন আরও বলেছেন, ‘‘কামিন্স পুরোপুরি ব্যক্তিত্বহীন। সেটা ওর সাম্প্রতিক সাক্ষাৎকারগুলো দেখলেই স্পষ্ট বোঝা যায়। আরও একটা বিষয় পরিষ্কার, কোচের প্রতি ওর কোনও শ্রদ্ধাই ছিল না।”

আরও পড়ুন-লতার স্মৃতি জড়িয়ে আছে মহানগরের এই বাড়িতেও

প্রথমবার অস্ট্রেলিয়া টেস্ট দলের অধিনায়ক হয়েই ইংল্যান্ডকে ৪-০ ব্যবধান উড়িয়ে দিয়ে আসেজ জিতেছেন কামিন্স। যদিও জনসন বলছেন, ‘‘কামিন্স আসেজ সিরিজে খুব ভাল বোলিং করেছে। তবে অধিনায়ক হিসেবে প্রথম পরীক্ষায় ও চূড়ান্ত ব্যর্থ।”

Latest article