মার্সেলোতে আস্থা রেখেই, জয়ের খোঁজে ইস্টবেঙ্গল

আগের ম্যাচে দলের লড়াকু পারফরম্যান্সে উদ্বুদ্ধ হয়েই সোমবার তিলক ময়দানে ওড়িশা এফসি-র বিরুদ্ধে ফিরতি লেগের ম্যাচে খেলতে নামছে লাল-হলুদ।

Must read

প্রতিবেদন : চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে দু’গোলে পিছিয়ে পড়েও হার বাঁচিয়েছিল এসসি ইস্টবেঙ্গল। আগের ম্যাচে দলের লড়াকু পারফরম্যান্সে উদ্বুদ্ধ হয়েই সোমবার তিলক ময়দানে ওড়িশা এফসি-র বিরুদ্ধে ফিরতি লেগের ম্যাচে খেলতে নামছে লাল-হলুদ। প্রথম ম্যাচে তাদের কাছে ৬ গোল খেয়েছিল ইস্টবেঙ্গল। ম্যাচের ২৪ ঘণ্টা আগে ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ মারিও রিভেরা বললেন, ‘‘চেন্নাইয়িনের বিরুদ্ধে আমরা আগের ম্যাচে সেরা একটা হাফ খেলেছি। কলকাতা ডার্বির প্রথমার্ধও ভাল খেলেছিলাম আমরা। এই দু’টোই এবারের মরশুমে ইস্টবেঙ্গলের।”

আরও পড়ুন-কামিন্সকে তোপ দাগলেন জনসন, ল্যাঙ্গারের পদত্যাগ

তবে দল শেষ চারের দৌড় থেকে কার্যত ছিটকে গেলেও ফুটবলারদের আলাদা করে উজ্জীবিত করার দরকার হচ্ছে না বলে দাবি করছেন ইস্টবেঙ্গল কোচ। বলছেন, ‘‘খেলোয়াড়রা সবাই পেশাদার। ওরা সব ম্যাচই জিততে চায়। লিগ টেবলে এখন যে অবস্থায় আমরা রয়েছি, সেটা সঠিক জায়গা নয়। ওড়িশার বিরুদ্ধে জয়ের খিদে নিয়েই মাঠে নামবে ছেলেরা। এটাই ওদের সব থেকে বড় মোটিভেশন। আমার কাজ হল ওদের সঠিক পথ দেখানো।”

আরও পড়ুন-কালিম্পঙে দেখা গেল কাঞ্চনজঙ্ঘা

ওড়িশার মতো গতিসম্পন্ন ও পরিপূর্ণ একটা দলের বিরুদ্ধে রক্ষণ সামলেই আক্রমণের রণনীতি নিচ্ছেন এসসি ইস্টবেঙ্গল কোচ। হীরা মণ্ডল, অঙ্কিত মুখোপাধ্যায়রা ফিট হয়ে যাওয়ায় রক্ষণ মজবুত রাখার কাজটাও সহজে করতে চাইছেন মারিও। আক্রমণে ঝাঁঝ আনতে রণকৌশলেও একটু বদল আনতে পারেন লাল-হলুদ কোচ। পেরোসেভিচের পাশে ব্রাজিলিয়ান স্ট্রাইকার মার্সেলো রিবেইরোর উপর আস্থা রাখছেন কোচ। মারিও বলে দিলেন, ‘‘মার্সেলো বিপক্ষের বক্সে ঢুকে ডুয়েল জিতছে। সুযোগও তৈরি করছে। আমাদের প্রতিটি আক্রমণে ও থাকছে। তাই ও যদি আরও বেশি গোলের সুযোগ তৈরি করে নিতে পারে, তা হলে আমরা ঠিক আরও গোল পাব।”

আজ আইএসএলে
এসসি ইস্টবেঙ্গল বনাম ওড়িশা এফসি
(সন্ধ্যা ৭.৩০)

Latest article