চাকরিপ্রার্থীদের দিশা দেখাতে ব্যর্থ বিচারপতি

Must read

প্রতিবেদন : হাইকোর্টের আইনজীবীরা তাঁর এজলাস বয়কটের সিদ্ধান্তে অনড়। সেই কারণেই সম্ভবত অস্বস্তি এড়াতে বাড়িতেই বসে থাকা শ্রেয় মনে করেছেন তিনি। মঙ্গলবারের পর বুধবারও এজলাসে দেখা যায়নি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে (Abhijit Ganguly)। কিন্তু তাঁর সল্টলেকের বাড়িতে এদিন বিকেলে আচমকাই হাজির হন ২০১৬-র এসএলএসটি-র চাকরিপ্রার্থীরা। আর্জি জানান তাঁদের নিয়োগ-সমস্যার সমাধানের। কিন্তু না, সমস্যা সমাধানে তাঁদের কোনও দিশা দেখানো তো দূরের কথা, উলটে মুখের উপর বিচারপতি (Abhijit Ganguly) বলে দিলেন, চাকরি পাবেন কি না, তা আমি বলতে পারব না। আমার কাছে কেন এসেছেন? অর্থাৎ যে জটিলতা শুরু তাঁর সময়ে, সমাধানের বদলে তা আরও জটিল হয়ে উঠল এদিন। একদিকে বললেন, এখনই হাল ছাড়বেন না, এত ভেঙে পড়বেন না, অথচ চাকরিপ্রার্থীদের কোনও আইনি পরামর্শ আদৌ দিলেন না তিনি। বরং বাস্তবকে এড়িয়ে গিয়ে বললেন, আইনজীবীদের পরামর্শ নিন। হাইকোর্টের আইনি সহায়তা কেন্দ্রে যান। অগত্যা, মুখ ভার করেই ফিরতে হল চাকরিপ্রার্থীদের।

আরও পড়ুন- বিরোধীশূন্য লোকসভায় তড়িঘড়ি পাশ দণ্ডসংহিতা

Latest article