পরীক্ষাকেন্দ্রে পোশাক ফতোয়া ঘিরে ফের বিতর্ক

Must read

প্রতিবেদন : পরীক্ষায় টোকাটুকি রোখার নামে ফের ধর্মীয় মেরুকরণের অভিযোগ উঠল কর্নাটকে (Karnataka- Dress Code)। সরকারি চাকরির পরীক্ষাকেন্দ্রে হিজাব পরে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি, টুপি বা মাথা ঢাকা পোশাক পরেও ঢোকা যাবে না পরীক্ষার হলে। কোনও ধরনের গয়না পরাতেও রয়েছে নিষেধাজ্ঞা। তবে, হিন্দুত্ববাদী সংগঠনগুলির চাপে মঙ্গলসূত্র ও পায়ের আংটি পরে পরীক্ষাকেন্দ্রে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে মহিলাদের। আর ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকে বৈষম্য করা হয়েছে বলে অভিযোগ।
বলা হয়েছে, হিজাবের পাশাপাশি এতদিন কর্নাটকে (Karnataka- Dress Code) পরীক্ষাকেন্দ্রে গয়না পরে ঢোকাও নিষিদ্ধ ছিল। তবে হিন্দুত্ববাদী সংগঠনগুলির দাবির জেরে মহিলাদের মঙ্গলসূত্র ও পায়ের আংটি পরার অনুমতি দেওয়া হয়েছে। যদিও আর কোনওরকম গয়না পরতে পারবেন না পরীক্ষার্থীরা। এছাড়াও হাই হিল, জিন্স-টিশার্ট পরতে পারবেন না মহিলারা। কেবল হাফ শার্ট ও প্যান্ট পরতে হবে পুরুষদের, কিন্তু শার্ট গুঁজে পরতে পারবেন না। তবে, কারণ যাই হোক, এই নির্দেশিকা ঘিরে ফের তুমুল বিতর্ক কর্নাটক জুড়ে।

আরও পড়ুন- দূষণ থেকে রেহাই নেই দিল্লিবাসীর

Latest article