বিজেপি রাজ্যের কীর্তি, মহাত্মা গান্ধীর খুনি গডসের নামে কর্নাটকের রাস্তার নামকরণ

বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিতর্কের যেন শেষ নেই। এবার কর্নাটকের উদুপি জেলার একটি গ্রামীণ রাস্তার নামকরণ করা হল মহাত্মা গান্ধীর খুনি নাথুরাম গডসের নামে।

Must read

প্রতিবেদন : বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিতর্কের যেন শেষ নেই। এবার কর্নাটকের উদুপি জেলার একটি গ্রামীণ রাস্তার নামকরণ করা হল মহাত্মা গান্ধীর খুনি নাথুরাম গডসের নামে। বিষয়টি সামনে আসতেই দেশজুড়ে নিন্দার ঝড়। গান্ধীর খুনি গডসের প্রতি মোদির দলের এহেন প্রেমের নমুনা দেখে কড়া সমালোচনায় বিরোধীরা৷ প্রবল চাপে পড়ে শেষ পর্যন্ত কন্নড় ভাষায় লেখা রাস্তার নামকরণের ফলকটি সরিয়ে ফেলা হয়েছে। নিয়মমাফিক এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ৷

আরও পড়ুন-ফের যোগীরাজ্য, ধর্ষণের পর আত্মঘাতী নাবালিকা হাতে লেখা আছে দোষীর শাস্তি চাই

রাজ্যজুড়ে সমালোচিত হয়ে প্রশাসনের সাফাই, উদুপির বোলা গ্রাম পঞ্চায়েত দফতরের সামনে অসৎ উদ্দেশ্যে কেউ ওই ফলকটি লাগিয়ে থাকতে পারে, যা কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও গ্রাম পঞ্চায়েত অফিসের নাকের ডগায় এভাবে ফলক বসানো প্রশাসনের অজ্ঞাতসারে হয়েছে বলে বিশ্বাস করছেন না কেউই৷ ঘটনার জেরে পঞ্চায়েত উন্নয়ন দফতরের আধিকারিক রাজেন্দ্র কুমারের ব্যাখ্যা, তাঁরা সোমবারই ওই ফলকের কথা জেনেছেন। পঞ্চায়েত কখনওই এ ধরনের ফলক লাগায়নি বা কাউকে লাগানোর অনুমতি দেয়নি।

আরও পড়ুন-মন্ত্রীর বিপদ বাড়ল

এটা দুষ্কৃতীদের কাজ৷ স্থানীয় কারকাল থানায় অভিযোগ জানানো হয়েছে। স্থানীয় বিজেপি বিধায়কও অজ্ঞাত দুষ্কৃতীদের উপর দায় ঠেলেই দায়িত্ব এড়াতে চেয়েছেন৷ তবে বিজেপির এই ব্যাখ্যা বিশ্বাস করছেন না কেউই৷ কারণ সম্প্রতি একাধিক হিন্দুত্ববাদী সংগঠন প্রকাশ্যেই গডসের প্রশংসা করেছে। এমনকী, তারা মেরঠ শহরের নাম নাথুরাম গডসের নামে করার দাবিও জানিয়েছে। বেশ কয়েকটি জায়গায় গডসের মূর্তি বসানোর অভিযোগও উঠেছে। তাই এই ফলকের সঙ্গে যে তলায় তলায় বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনের যোগাযোগ রয়েছে তা সকলের কাছেই স্পষ্ট৷

Latest article