নজরুল মঞ্চে অনুষ্ঠানের শেষেই প্রয়াত জনপ্রিয় সঙ্গীতশিল্পী কে কে (K K)। দুদিনের অনুষ্ঠানের জন্য কলকাতায় এসেছিলেন। ৩০ তারিখ ছিল ঠাকুরপুুকুর বিবেকানন্দ কলেজ ও ৩১ তারিখ মঙ্গলবার ছিল গুরুদাস কলেজের অনুষ্ঠান। এই দুদিনই তিনি নজরুল মঞ্চে গান করেন। অনুষ্ঠান শেষে তিনি হোটেলে ঢুকেই সিঁড়িতে পড়ে যান। তৎক্ষণাৎ নিয়ে যাওয়া হয় CMRI হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বয়স হয়েছিল মাত্র ৫৩ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর।
গান স্যালুটে রাজ্যের তরফে শেষবিদায় প্রয়াত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথকে। প্রথমে KK-কে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফিরহাদ হাকিম (Firad Hakim)-সহ অনেকে এদিন তাঁকে শ্রদ্ধা জানান। গায়কের কফিনবন্দি দেহে মালা দেন তাঁর স্ত্রী জ্যোতি কৃষ্ণা ও পুত্র নকুল। উপস্থিত ছিলেন তাঁর মেয়েও। শ্রদ্ধাজ্ঞাপনের পরে গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানোনে হয় শিল্পীকে।
আরও পড়ুন-জনপ্রিয় সঙ্গীতশিল্পী কে কে’র মৃত্যুতে মুখ্যমন্ত্রীর শোকবার্তা
খুব অল্প সময়ের মধ্যেই শিল্পীকে শ্রদ্ধাজ্ঞাপনের আয়োজন করা হয়। বাঁকুড়া থেকে ফিরে মুখ্যমন্ত্রী জানান, কেকের মরদেহ এসএসকেএম থেকে রবীন্দ্র সদনেই আনা হবে। বিমানবন্দরে (Airport) এই ঘোষণার পরে নিজেই রবীন্দ্র সদনে পৌঁছে ব্যবস্থা দেখেন মমতা। শিল্পীর জন্য রাখা ছবিতে নিজেই ফুল দিয়ে সাজিয়ে দেন। উপস্থিত ছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, বাবুল সুপ্রিয়-সহ অনেকে। KK-র দেহ রবীন্দ্র সদনে আনা হলে জ্যোতি কৃষ্ণাকে সান্ত্বনা দেন মুখ্যমন্ত্রী। তাঁর হাত ধরেই কান্নায় ভেঙে পড়েন কেকে-র স্ত্রী।
আরও পড়ুন-ফের নিষেধাজ্ঞা
রবীন্দ্রসদন থেকে কফিনবন্দি দেহ রওনা হয় বিমানবন্দরের পথে। ৫টা ১৫-র বিমানে দেহ নিয়ে যাওয়া হবে মুম্বই। শেষবারের মতো মহানগরের রাজপথ চোখের জলে ভিজিয়ে বিদায় নিলেন KK। এই পল সবার ইয়াদ থাকবে। আলবিদা KK।