মুম্বই, ২৮ মার্চ : দিল্লি ক্যাপিটালসের হয়ে মাত্র একটা ম্যাচ খেলেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন কুলদীপ যাদব। অথচ এই কুলদীপই কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে গত দুটো আইপিএলের মরশুম খুব খারাপ ভাবে কাটিয়েছেন। নিয়মিত খেলার সুযোগও পাচ্ছিলেন না। কিন্তু নতুন দলের হয়ে খেলতে নেমেই পুরনো ছন্দে বাঁ হাতি রিস্ট স্পিনার।
আরও পড়ুন-আরসিবির হয়েই খেলতে চেয়েছিলাম দাবি চাহালের
এই প্রসঙ্গে কুলদীপের আইপিএল সতীর্থ অক্ষর প্যাটেলের দাবি, কেকেআরে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন কুলদীপ। সুযোগ না পেয়ে আত্মবিশ্বাসটাই হারিয়ে ফেলেছিলেন। অক্ষরের বক্তব্য, ‘‘পুরোটাই মানসিকতার বিষয়। কেকেআরে কুলদীপ নিয়মিত খেলার সুযোগ না পেয়ে পেয়ে আত্মবিশ্বাস হারিয়ে বসেছিল। সব ম্যাচ খেলতে পারবে কি না, তা নিয়ে ও নিশ্চিত হতে পারছিল না। সেই প্রভাব পড়েছিল ওর পারফরম্যান্সে।’’ তিনি আরও বলেন, ‘‘কিন্তু দিল্লিতে ছবিটা অন্যরকম। দলে যোগ দেওয়ার পর কুলদীপ বুঝতে পেরেছে ওর প্রতি টিম ম্যানেজমেন্টের আস্থা আছে। একটা-দুটো ম্যাচ খারাপ খেলতে ওকে বসিয়ে দেওয়া হবে না। তাই মাঠে নেমে খোলা মনে নিজের সেরাটা দিতে পারছে।’’
আরও পড়ুন-শচীনের টিপসেই সাফল্য: মুরুগান অশ্বিন
প্রাক্তন ক্রিকেট তারকা মহম্মদ কাইফও এই প্রসঙ্গে তোপ দেগেছেন কেকেআর ম্যানেজমেন্টকে। কাইফের সোজাসাপ্টা বক্তব্য, ‘‘কুলদীপ যাদব ম্যান উইনার। কিন্তু দল থেকে বাদ পড়লে দ্রুত হতাশ হয়ে পড়ে। তাই ওকে ঠিকঠাক ভাবে ব্যবহার করতে হয়।’’ তিনি আরও বলেন, ‘‘কেকেআরের দুই ক্যাপ্টেন দীনেশ কার্তিক ও ইওন মর্গ্যান যেভাবে কুলদীপকে দিনের পর দিন বসিয়ে রেখেছিল, তাতে যে কোনও ম্যান উইনারই চাপে পড়ে যেতে বাধ্য।