কড়া পদক্ষেপ পুলিশের, আনফিট ৪৫ বাস

Must read

প্রতিবেদন : পথদুর্ঘটনা রুখতে এবারে কোমর বেঁধে নেমেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। যানবাহন আইন অমান্য করলে কড়া পদক্ষেপের প্রশ্নে আপসহীন মহানগরীর ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police)। মঙ্গলবার সারাদিন শহরের নানা প্রান্তে ব্যাপক অভিযান চালিয়ে ৪৫টি বাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বাসগুলিকে ‘আনফিট’ বলে ঘোষণা করা হয়েছে পুলিশের তরফ থেকে। জানা গিয়েছে ফিট সার্টিফিকেট ছাড়াই চলছিল বাসগুলি। বেশ কিছু বাসের (Bus) বিমার মেয়াদও ফুরিয়ে গিয়েছিল। সেই কারণে বাসগুলিকে আটক করার সঙ্গে সঙ্গে জরিমানাও করা হয় এদিন। বাসপিছু জরিমানার অঙ্ক ১০,০০০ টাকা। অতি সম্প্রতি রাজ্যে চালু হয়েছে সংশোধিত মোটর ভেহিকেলস (Motor Vehicles) আইন। অমান্যকারীদের জরিমানার অঙ্ক বেড়েছে অনেকটাই।

আরও পড়ুন-শিশু খুুনে হাওড়ায় গ্রেফতার সৎ বাবা

পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম (Minister Firhad Hakim) স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কোনওভাবেই কমানো হবে না জরিমানার পরিমাণ। জরিমানা আদায়ের ব্যাপারে আরও কঠোর হতে নির্দেশ দিয়েছেন পুলিশকে। সংশোধিত আইনে চালকের লাইসেন্স সাময়িকভাবে বাতিল করার ক্ষমতা দেওয়া হয়েছে পুলিশকে। লাইসেন্স ছাড়া গাড়ি চালালে জরিমানার অঙ্ক ৫০০০ টাকা। বেপরোয়া গাড়ি চালালেও পেনাল্টি ৫০০০ টাকা। ৩ বছরের মধ্যে একই অপরাধ করলে জরিমানা গুনতে হবে ১০,০০০ টাকা। এরপরেও কয়েকদিন আগে ধর্মতলার ডোরিনা ক্রসিং-এ বাস উলটে জখম হন বেশ কয়েকজন যাত্রী। বিশেষজ্ঞদের পরীক্ষায় দেখা যায়, বাসটি ছিল আনফিট। অনেকদিন আগেই ফুরিয়েছিল বিমার মেয়াদ। এরপরেই শহরের রাজপথে আনফিট বাসের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে পুলিশ।

Latest article