ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (NCRB) রিপোর্টে ২০২১ সাল থেকেই দেশে প্রধান শহরগুলির মধ্যে সবথেকে নিরাপদ হিসেবে চিহ্নিত হয়ে আসছে তিলোত্তমা কলকাতা (Kolkata)। ২০২২ সালও তার ব্যতিক্রম হল না। মহিলাদের সঙ্গে হওয়া অপরাধমূলক ঘটনার নিরিখে দেশে পশ্চিমবঙ্গ চতুর্থ স্থানে রয়েছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও রাজস্থানের পরে আছে মহানগর। মহিলাদের সঙ্গে অপরাধের ক্ষেত্রে দেশে শীর্ষস্থানে রয়েছে দিল্লি। জানা যাচ্ছে, কোয়ম্বত্তূরে মহিলাদের উপরে সব থেকে কম অপরাধের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। যদিও ওই শহরের জনসংখ্যা মাত্র সাড়ে ২১ লক্ষ।
আরও পড়ুন-নজরদারির জন্য বিল: প্রতিবাদ সুখেন্দুশেখরের
গত কয়েক বছরের তুলনায় ২০২২ সালে কলকাতায় অপরাধের সংখ্যা অনেকটাই কমেছে। ২০২১ সালে যেখানে ১৩,০৬৭টি অপরাধের অভিযোগ নথিবদ্ধ হয়েছিল। ২০২২ সালে সেই সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১১,০৩৮। দিল্লির ক্ষেত্রে এই সংখ্যা ২ লক্ষ ৯৮ হাজার ৯৮৮টি। একই ভাবে বেঙ্গালুরুতে ২৮,৬৬৬টি ও মুম্বইয়ে ৬৯,২৮৯টি অভিযোগ দায়ের করা হয়েছে। প্রতি লক্ষ জনসংখ্যায় অপরাধের গড় হার সব থেকে কম কলকাতাতে (৭৮.২)। জনসংখ্যার নিরিখে ছোট হলেও কোয়ম্বত্তূর, আমদাবাদ, পুণে, সুরাত অপরাধের দিক থেকে দেখতে গেলে অনেকটাই এগিয়ে। সেই হিসেবে কলকাতার জনসংখ্যা ১৪.১১ কোটি। সেখানে ১১,০৩৮টি অপরাধ হয়েছে। প্রতি এক লক্ষ জনসংখ্যায় ৭৮.২টি অপরাধ হয়েছে। চার্জশিট পেশের হারে কলকাতার (৮৮.১) থেকে এগিয়ে কোচি (৯৫.৯) ও কোঝিকোড় (৮৯.৪)।
আরও পড়ুন-স্বাস্থ্যসাথী কার্ড ফেরানো নিয়ে কড়া বার্তা হাসপাতাল ও নার্সিংহোমগুলিকে
এনসিআরবি-র রিপোর্টে বলা হয় এই রিপোর্ট তৈরি হয় থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে। পুলিশ যদি অভিযোগ নথিভুক্ত করতে না চায়, তবে অভিযোগের সংখ্যা কম হবে সেটাই স্বাভাবিক। এর ওপর ভিত্তি করে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির সঠিক মূল্যায়ন হবে না।
আরও পড়ুন-শান্তিনিকেতনে পৌষমেলা হচ্ছে না, আন্দোলনের পথে ব্যবসায়ী সমিতি
দেশের ১৯টি প্রধান শহরে পরিসংখ্যান অনুযায়ী অপরাধের শীর্ষে রাজধানী। মহিলাদের উপরে অপরাধের সংখ্যা ১৪,১৫৮টি। ধর্ষণের ঘটনা ১২০৪। বলা হচ্ছে, সারা দেশজুড়েই মহিলাদের উপরে সার্বিক অপরাধের ঘটনা ২০২১ সালের তুলনায় চলতি বছরে কমপক্ষে ৪ শতাংশ বেড়েছে। ২০২১ সাল থেকে ৪,২৮,২৭৮টি ঘটনা বেড়ে হয়েছে ৪,৪৫,২৫৬টি। মহিলাদের উপরে নির্যাতনের এক বড় অংশ জুড়ে রয়েছে গার্হস্থ্য হিংসা (৩১.৪%)।
আরও পড়ুন-শান্তিনিকেতনে পৌষমেলা হচ্ছে না, আন্দোলনের পথে ব্যবসায়ী সমিতি
২০২২ সালে কলকাতায় খুন হয়েছেন ৩৪ জন। দুর্ঘটনার ফলে মৃত্যু হয়েছে ২১৭ জনের। দুর্ঘটনায় মৃত্যুর হার ১.৫ শতাংশ, সেটাও দেখতে গেলে অন্য শহরগুলির থেকে কম। ভ্রূণ বা শিশুহত্যার মতো অপরাধ কলকাতায় নথিভুক্ত হয়নি। দিল্লি, মুম্বইয়ে ৩২টি এবং ১৮টি ঘটনা প্রকাশ্যে এসেছে। এই খবর প্রকাশ্যে আশায় মহুয়া মৈত্র নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এনসিআরবি ক্রাইম রিপোর্ট ২০২২ বলছে, এই নিয়ে টানা তৃতীয় বছর, কলকাতায় অপরাধের হার সবচেয়ে কম। মমতা বন্দ্যোপাধ্যায়কে অশেষ ধন্যবাদ আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য। শিক্ষিত হলে বিজেপি এই খবরের পর মুখ বন্ধ রাখবে।’
Kolkata safest city with least crime rates for 3rd consecutive year says NCRB crime report 2022.
Thank you @MamataOfficial for keeping us safe. Maybe if @BJP4India & their trolls could learn to read they’d shut up now.
— Mahua Moitra (@MahuaMoitra) December 5, 2023
আরও পড়ুন-দু’হাজারি নোট,তৃণমূলের প্রশ্ন
এই মর্মে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর সর্বশেষ রিপোর্ট দেখিয়ে দিয়েছে যে দেশের সমস্ত শহরের মধ্যে কলকাতায় অপরাধের হার সবচেয়ে কম, যেখানে রাজধানীতে অপরাধের সর্বোচ্চ হার নথিভুক্ত করা হয়েছে। দিল্লিতে, যেখানে অপরাধের হার প্রতি এক লক্ষ লোকে ১৯৫২.৫, কলকাতায় মাত্র ৮৬.৫। স্বরাষ্ট্র মন্ত্রকের বিভাগ NCRB দেশের যে অপরাধের হার প্রকাশ্যে এনেছে সেখানে দেখা যাচ্ছে কোচি, ইন্দোর, জয়পুর এবং পাটনায় প্রতি এক লক্ষ লোকে হাজারের উপরে অপরাধের হার নথিভুক্ত হয়েছে।’
National Crime Record Bureau’s latest report shows that Kolkata has the lowest rate of crimes amongst all cities of the country, where as national capital records the highest rate. In Delhi, where rate of crime is 1952.5 per One Lakh people, Kolkata has only 86.5. Home…
— Kunal Ghosh (@KunalGhoshAgain) December 4, 2023