দু’হাজারি নোট,তৃণমূলের প্রশ্ন

Must read

প্রতিবেদন : ২০০০ টাকার নোটের (2000 note) জন্য এটিএমগুলির পুনঃনির্মাণে মোট খরচ হয়েছে ৩২.২০ কোটি টাকা। তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারীর লিখিত প্রশ্নের উত্তরে জানালেন অর্থ মন্ত্রকের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। তৃণমূল সাংসদ লিখিত প্রশ্নের মাধ্যমে জানতে চেয়েছিলেন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কাছে কত পরিমাণ ২০০০ টাকার নোট ফেরত এসেছে তার সঠিক পরিসংখ্যান কেন্দ্রীয় সরকারের কাছে আছে কিনা। যার উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানিয়েছেন, আরবিআইয়ের তথ্য অনুসারে, ২০১৬-১৭ থেকে ২০১৮-১৯ সাল পর্যন্ত ২০০০ টাকার (2000 note) নোটের সরবরাহের পরিমাণ ছিল ৭.৪০ লক্ষ কোটি টাকা। আর ১৯ মে ২০২৩ থেকে যখন তা প্রত্যাহার ঘোষণা করা হয় তখন ২০০০ টাকা মূল্যের ব্যাঙ্ক নোটের পরিমাণ ছিল ৩.৫৬ লক্ষ কোটি টাকা। এর মধ্যে ৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত আরবিআইতে ফেরত এসেছে ৩.৪৬ লক্ষ কোটি টাকা। ২০০০ টাকার নোটের জন্য এটিএমগুলির পুনঃনির্মাণে মোট খরচ হয়েছে ৩২.২০ কোটি টাকা। আরবিআই-এর হিসাবে, এখনও পর্যন্ত ২০০০ টাকার মুদ্রণে মোট খরচ হয়েছে ১৭,৬৮৮ কোটি টাকা।

Latest article