তৃণমূল কংগ্রেসের পাশে কামতাপুরিরা

Must read

তৃণমূল কংগ্রেসের পাশে থাকতে চায় বলে জানাল কামতাপুরিরা। লোকসভা নির্বাচনে গোটা উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থন করার কথা জানাল কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি (কেপিপি)। শিলিগুড়িতে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় কার্যালয় শিবমন্দিরে তৃণমূল নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক হয়। বৈঠকে কেপিপির নেতৃত্ব ছাড়াও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ ও দার্জিলিং লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামা উপস্থিত ছিলেন। দুই পক্ষের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়। আলোচনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বিষয়গুলি উঠে আসে। কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি মুখ্যমন্ত্রীর উন্নয়নের সঙ্গে থাকতে চায়। তাই লোকসভা নির্বাচনে তারা তৃণমূল কংগ্রেস প্রার্থীদের হয়ে প্রচার করবেন বলেও জানা গিয়েছে। এই বিষয়ে কেপিপির কেন্দ্রীয় কমিটির মুখপাত্র চন্দন সিংহ জানান, কামতাপুরি প্রোগ্রেসিভ পার্টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে থাকতে চায়। পাপিয়া ঘোষ বলেন, কেপিপির সঙ্গে বৈঠক হয়েছে। তারা আমাদের সমস্ত প্রার্থীদের সমর্থন জানাচ্ছে।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে খুলল সাইলি চা-বাগান

Latest article