হারতেই ছুটিতে এমবাপে

Must read

প্যারিস, ২ জানুয়ারি : নতুন বছরের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়ল পিএসজি। বিশ্বকাপ জেতার পর লিওনেল মেসি ছুটি কাটাচ্ছেন। আগের ম্যাচে লাল কার্ড দেখছিলেন নেইমার দ্য সিলভা। ফলে রবিবার রাতে লেঁনসের বিরুদ্ধে দু’জনের কেউই ছিলেন না। কিলিয়ান এমবাপে (Kylian Mbappé) পুরো সময় খেললেও, নিজের সেরা ফর্মে ছিলেন না। ফলে পিএসজি ম্যাচটা হেরেছে ১-৩ গোলে।

আরও পড়ুন-কৃত্রিম বুদ্ধিমত্তার আলো

টানা ২৫ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নিয়ে বিপক্ষের ঘরের মাঠ বোলায়ের্ট ডেলিলিস স্টেডিয়ামে নেমেছিলেন এমবাপেরা (Kylian Mbappé)। কিন্তু পাঁচ মিনিটেই মিসলাভ ফ্রাঙ্কোভস্কির গোলে পিছিয়ে পড়েছিল পিএসজি। সেই গোল অবশ্য তিন মিনিটের মধ্যেই শোধ করে দিয়েছিলেন হুগো একিতিকে। কিন্তু বিরতির আগেই ফের গোল করে এগিয়ে যায় লেঁনস। গোলদাতা লুইস ওপেন্ডা। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দু’মিনিটের মধ্যেই ৩-১ করে দেন লেঁনসের অ্যালেক্সিস-ক্লদ-মরিস। ম্যাচের বাকি সময় অনেক চেষ্টা করেও হার বাঁচাতে পারেনি পিএসজি। এদিকে, দল হারতেই ১০ দিনের ছুটিতে গেলেন এমবাপে। ম্যাচের পর পিএসজি কোচ ক্রিস্তোভ গালতিয়ের বলেন, ‘‘এমবাপে ও আশরাফ হাকিমিকে কিছুদিনের ছুটি দেওয়া হয়েছে। সেই বিশ্বকাপ থেকেই ওরা টানা খেলে চলেছে।’’ শুক্রবার ফরাসি কাপে ম্যাচ রয়েছে পিএসজির।

Latest article