সানচিওন, ৭ এপ্রিল : কোরিয়া ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে বৃহস্পতিবার দিনটা মিশ্রভাবে কাটল ভারতের। দ্বিতীয় রাউন্ডের ম্যাচ জিতে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠলেন পিভি সিন্ধু এবং কিদাম্বি শ্রীকান্ত। কিন্তু হেরে ছিটকে গেলেন লক্ষ্য সেন ও মালবিকা বানসুদ।
আরও পড়ুন-বের করা হল নরির মাথার প্লেট ৬০ বছর পর …
সদ্য সুইস ওপেন খেতাব জিতেছেন সিন্ধু। কোরিয়া ওপেনেও দু’বারের অলিম্পিক পদকজয়ী ভারতীয় শাটলারের র্যাংঙ্ক কেটে সেই ছন্দ বজায় রয়েছে। প্রতিযোগিতার তৃতীয় বাছাই সিন্ধু এদিন কোর্টে নেমেছিলেন জাপানের আয়া ওহোরির বিরুদ্ধে। মেয়েদের বিশ্ব র্যাংঙ্কিংয়ের ২৬ নম্বরে থাকা ওহোরিকে সরাসরি গেমে ২১-১৫, ২১-১০ ব্যবধানে হারিয়ে শেষ আটের ছাড়পত্র আদায় করে নেন সিন্ধু। পরের রাউন্ডে তাঁর প্রতিদ্বন্দ্বী থাইল্যান্ডের বুসানন ওংবামরুংফান। যাঁকে সুইস ওপেনের ফাইনালে হারিয়ে সিন্ধু চ্যাম্পিয়ন হয়েছিলেন।
আরও পড়ুন-কামিন্সের এই খেলা দেখব ভাবিনি : রোহিত
অন্যদিকে, শ্রীকান্ত দ্বিতীয় রাউন্ডে মুখোমুখি হন ইজরায়েলের মিশা জিলবারম্যানের। বিশ্বচ্যাম্পিয়নশিপের রুপোজয়ী শ্রীকান্ত ২১-১৮, ২১-৬ গেমে হেলায় ম্যাচ জিতে নেন। তবে দুরন্ত ফর্মে থাকা লক্ষ্যের হার বড় ধাক্কা ভারতীয় ব্যাডমিন্টনপ্রেমীদের কাছে। অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে রানার্স আপ লক্ষ্য ইন্দোনেশিয়ার শেসার হিরেন রুস্তাভিতোর বিরুদ্ধে ২০-২২, ৯-২১ গেমে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেন। এদিকে মালবিকা থাইল্যান্ডের পর্নপাউই চোচুওংয়ের কাছে ৮-২১, ১৪-২১ গেমে হেরে যান।