মুম্বই, ৩ জানুয়ারি : টিম ইন্ডিয়ার জার্সিতে অভিষেক ম্যাচেই কামাল শিবম মাভির! তাঁর আগুনে বোলিংয়ে ভর করে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২ রানের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল ভারত। মাভির বোলিং বিশ্লেষণ ৪-০-২২-৪! চাপের মুখে ২৩ বলে অপরাজিত ৪১ রান করে দীপক হুডা ম্যান অফ দ্য ম্যাচ হলেও, মঙ্গলবার রাতের ওয়াংখেড়ের আসল নায়ক কিন্তু মাভিই।
আরও পড়ুন-কেন্দ্রকে দুষে চায়ের দোকান বিটেক পাশের
নিজের প্রথম ওভারেই পাথুম নিশঙ্কাকে (১) বোল্ড করে অভিষেক আন্তর্জাতিক উইকেটের স্বাদ পেয়েছিলেন। এরপর একে একে মাভির শিকার হলেন ধনঞ্জয় ডি’সিলভা (৮), ওয়ানিন্দু হাসরাঙ্গা (২১) ও মহেশ থিকসেনা (১)। কেকেআরের ব্রাত্য মাভি ম্যাচের পর বলে গেলেন, “অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলার পর সিনিয়র দলের জার্সি পেতে ছ’বছর অপেক্ষা করতে হয়েছে। এই সময়টা নেটে ও ঘরোয়া ক্রিকেটে ম্যাচ খেলার সময় কঠোর পরিশ্রম করেছি। তার ফল পেলাম।”
মাভির পাশাপাশি বল হাতে নজর কাড়লেন আরেক পেসার উমরান মালিকও। তাঁর শিকার দু’উইকেট। তবে মাভির এই পারফরম্যান্স সত্ত্বেও ম্যাচটা আর একটু হলেই ভারতের হাত থেকে বেরিয়ে যাচ্ছিল। দাসুন শনাকা (২৭ বলে ৪৫) আউট হওয়ার পর, চামিকা করুণারত্নে (১৬ বলে অপরাজিত ২৩) শ্রীলঙ্কাকে প্রায় জিতিয়ে দিয়েছিলেন। শেষ ওভারে প্রয়োজন ছিল ১৩ রানের। এমনকী, শেষ বলে দরকার ছিল ৪ রান। তবে অক্ষর প্যাটেল দু’রানের বেশি দেননি।
আরও পড়ুন-উত্তরের একগুচ্ছ ট্রেন বাতিল বিজ্ঞপ্তিতে বিপাকে যাত্রীরা
ভারতীয় ব্যাটিংয়ের শুরুটা মোটেই ভাল হয়নি। মাত্র সাত রান করে লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়েন শুভমন। সূর্যকুমার যাদবও (৭) হতাশ করেন। এরপর সঞ্জু স্যামসন পাঁচ রান করে আউট হলে, রীতিমতো চাপে পড়ে গিয়েছিল ভারত। ওই পরিস্থিতিতে হাল ধরার চেষ্টা করেছিলেন ঈশান কিসান ও হার্দিক পাণ্ডিয়া। কিন্তু দলীয় ৭৭ রানে ঈশানও বড় শট নিতে গিয়ে আউট হয়ে যান। তাঁর অবদান ২৯ বলে ৩৭। হার্দিকও দলকে ভরসা দিতে ব্যর্থ। তিনি আউট হন ২৭ বলে ২৯ রান করে। এর পরেও যে ভারত স্কোরবোর্ডে লড়াই করার মতো রান তুলেছিল, তার জন্য কৃতিত্ব প্রাপ্য হুডা ও অক্ষর প্যাটেলের। হুডা ২৩ বলে ৪১ রান করে নটআউট থেকে যান। ২০ বলে অপরাজিত ৩১ করেন অক্ষর। দু’জনে মাত্র ৩৫ বলে ঝড়ের গতিতে ৬৮ রান যোগ করেন।