সৌরভ বললেন, কোচ হতে চেয়েছিল লক্ষ্মণও

Must read

প্রতিবেদন : রবি শাস্ত্রীর ছেড়ে যাওয়া চেয়ারে এখন রাহুল দ্রাবিড়়। যিনি এই মুহূর্তে ভারতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে ব্যস্ত। কিন্তু বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছেন, ভারতীয় কোচের দায়িত্বে দ্রাবিড় না হয়ে অন্য কেউ হলেও অবাক হওয়ার কিছু ছিল না। যেমন ভারতীয় দলের কোচ হতে চেয়েছিলেন ভিভিএস লক্ষ্মণ। যদিও এখন তাঁকে এই দায়িত্বে আনা যায়নি। কিন্তু কোনও একদিন দীর্ঘকায় হায়দরাবাদিকে ভারতীয় কোচের পদে দেখা যেতেই পারে বলে জানিয়েছেন সৌরভ।
লক্ষ্মণ বর্তমানে এনসিতে-তে ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন। সদ্য এই দায়িত্ব নিয়েছেন তিনি। কিন্তু প্রাক্তন ভারত অধিনায়কের কথা অনুযায়ী, লক্ষ্মণ সিনিয়র দলের কোচ হতে চেয়েছিলেন। এক টিভি অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘‘ও জাতীয় দলের কোচ হতে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু সেটা সম্ভব হয়নি।” শেষপর্যন্ত লক্ষ্মণকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির ডিরেক্টর করা হয়েছে। ভারতীয় দলের কোচ হওয়ার আগে পর্যন্ত যে দায়িত্বে ছিলেন দ্রাবিড়।
কিন্তু সৌরভ মনে করেন, লক্ষ্মণের দিনও আসবে। তিনি একদিন ভারতীয় দলের কোচ হবেন।

আরও পড়ুন : সিঙ্গুরে তাপসী-স্মরণ

‘‘কোনও একদিন সেই সুযোগ আসবে। লক্ষ্মণ ভারতীয় দলের কোচ হবে।” বক্তব্য সৌরভের। অনুষ্ঠানে তিনি এও জানিয়েছেন, দ্রাবিড়কে কোচের দায়িত্ব নিতে রাজি করাতে তাঁদের কত চেষ্টা করতে হয়েছে। ভারতের দ্বিতীয় সারির দল নিয়ে তিনি শ্রীলঙ্কায় সিরিজ জিতে এসেছেন। ভারতের জুনিয়র দল নিয়েও অনেক কাজ করেছেন। কিন্তু সিনিয়র দলের দায়িত্ব নিতে তিনি রাজি হচ্ছিলেন না।
সৌরভের কথায়, ‘‘অনেকদিন ধরেই আমাদের মাথায় রাহুলের নাম ছিল। কিন্তু জাতীয় দলের কোচ হিসাবে লম্বা সময় বাইরে কাটাতে হবে বলে ও রাজি হচ্ছিল না। ওর দুটি ছোট সন্তান রয়েছে। ফলে বছরে ৮-৯ মাস বাইরে থাকা কঠিন মনে হয়েছিল রাহুলের।” গত নভেম্বরে ভারতীয় সিনিয়র দলের দায়িত্ব নেওয়ার পর দ্রাবিড়ের কোচিংয়ে ভারত নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে। এখন দেখার বিষয় দক্ষিণ আফ্রিকায় কেমন করে বিরাট কোহলির দল।

Latest article