প্রতিবেদন : ফের ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন বর্ষীয়ান বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা। এই নিয়ে তিনবার ব্রাজিলের রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তিনি। বর্তমান রাষ্ট্রপতি জাইর বলসোনারোকে হারিয়ে রাজকীয় রাজনৈতিক প্রত্যাবর্তন ঘটালেন লুলা দা সিলভা। জানা গিয়েছে, এই নির্বাচনে লুলা পেয়েছেন ৫১ শতাংশ ভোট, অন্যদিকে বলসোনারোর ঝুলিতে গিয়েছে ৪৯ শতাংশ। পরাজয়ের পর বলসোনারোর শিবিরের দাবি, রাষ্ট্রপতি নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং সিস্টেম জালিয়াতি করা হয়েছে।
আরও পড়ুন-ধূলিয়ান রাজবাড়ির প্রাচীন জগদ্ধাত্রীপুজো
আদালত থেকে শুরু করে সংবাদমাধ্যম এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলি ডানপন্থী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তাই ঘুরপথে ফের বামপন্থীদের প্রত্যাবর্তন। ব্রাজিলের মানুষ বলসোনারোর সঙ্গেই আছেন। বলসোনারো, ভিট্রিওলিক কট্টরপন্থী রক্ষণশীল। তিনি ট্রপিক্যাল ট্রাম্প নামেও পরিচিত। গণতান্ত্রিক ব্রাজিলে বলসোনারো প্রথম রাষ্ট্রপতি, যিনি দ্বিতীয়বার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলেন না। ব্রাজিলের রাজনৈতিক মহল মনে করছে, বলসোনারো চার বছর আগে জিতলেও কোভিড মহামারী প্রতিরোধে ব্যর্থতার জন্য দেশবাসীর কড়া সমালোচনার মুখে পড়েন। করোনা মোকাবিলা করতে ব্যর্থ বলসোনারো সরকারের আমলে ব্রাজিলে প্রায় ৭ লক্ষ মানুষের মৃত্যু হয়।
আরও পড়ুন-দেখুড়িয়ায় ৪৫০ বছরের জগদ্ধাত্রী
এবার রাষ্ট্রপতি নির্বাচনে তার প্রভাব পড়েছে। অন্যদিকে, এবারের নির্বাচনে অত্যাশ্চর্য প্রত্যাবর্তন ঘটিয়েছেন বামপন্থী নেতা লুলা। এর আগে তিনি ২০১০ সালে ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রপতি হিসাবে দফতর ছেড়েছিলেন। সেই সময় দুর্নীতির অভিযোগে ১৮ মাস জেলবন্দি করা হয় লুলা দা সিলভাকে। সেই সময় তাঁর ভাবমূর্তি নষ্ট হলেও অভিযোগ প্রমাণ করা যায়নি। ৭৭ বছর বয়সে তিনি আবার ক্ষমতায় ফিরলেন৷